ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

নাচ ও ক্রোয়াট প্রেসিডেন্টকে চুম্বন বাজিমাত ম্যাক্রোনের

স্পোর্টস ডেস্ক

১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ১০:৩০ পূর্বাহ্ন

অভিজাত বলে বদনাম রয়েছে। অনেকের মতে, সাধারণের কাছের মানুষ নন। তবে বিশ্বকাপ ফাইনালের রাতে সে সমস্ত অভিযোগই যেন ধুয়েমুছে গেল। গ্রিজম্যান-পগবা-এমবাপ্পেদের জয়ের আনন্দে গ্যালারি থেকে দু’হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি। মাঠে নেমে প্রবল বৃষ্টিতে ভিজলেন। এর পর ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে ‘ড্যাব মুভ’-ও (নাচ) করে দেখালেন।

বিশ্বজয়ের রাতে ফরাসি  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের নতুন রূপ দেখলো বিশ্ব। ছাত্রাবস্থায় নিজে বিশ্ববিদ্যালয় ফুটবল দলে লেফটব্যাক ছিলেন। এর পর কর্পোরেট জগতে ঢুকেও ফুটবলের নেশাটা বজায় ছিল। রাজনীতিতে পা দিয়ে দেশের সর্বোচ্চ পদ দখল করার পরেও তাতে যে ভাটার টান পড়েনি তা-ও দেখালেন ইমানুয়েল ম্যাক্রোন। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গেল ‘অন্য’ ম্যাক্রোঁকে। বৃষ্টির হাত থেকে বাঁচতে রাশিয়ার  প্রেসিডেন্ট পুতিন ছাতার আশ্রয় নিলেও সে পথে যাননি ফ্রান্সের  প্রেসিডেন্ট। মনের সুখে বৃষ্টিতে ভিজলেন কোট-টাই পরা ম্যাক্রোন।

জয়ের আনন্দে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচকে চুম্বনও করে ফেললেন। এর পর যখন ফরাসিদের  ড্রেসিংরুমে ঢুকে ফুটবলারদের উৎসবে সামিল হন তখনও আর এক কাণ্ড করলেন। ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি জানতে চাইলেন, ‘আজকাল নতুন কী মুভ (নাচ) চলছে?” ম্যাক্রোনের চটজলদি জবাব, “দ্য ড্যাব! এর পর বাঁ-হাত তুলে নিজেই সেই ‘মুভ’ দেখিয়ে দিলেন। এক বার নয়। পর পর দু’বার। আর সঙ্গে সঙ্গে তা সামাজিকমাধ্যম টুইটারে শেয়ার করেছেন মেন্ডি। ইতিমধ্যে তাতে ৮০ হাজারের  বেশি লাইক পড়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status