বাংলাদেশ কর্নার

গোল উৎসবের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

১৩ জুলাই ২০১৮, শুক্রবার, ৯:৫৮ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে গোল উৎসবের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কিছু ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। এমন কিছু ম্যাচ আমাদের সিট ছেড়ে উঠতে দেয়নি। নকআউট পর্বে ফ্রান্স-আর্জেন্টিনার ৭ গোলের থ্রিলার, ২ গোলে পিছিয়ে জাপানের বিপক্ষে বেলজিয়ামের ৩-২ গোলের অবিশ্বাস্য জয় মনে রাখবেন ফুটবলপ্রেমীরা। গ্রুপ পর্বে স্পেন ও পর্তুগালের মধ্যকার ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র ম্যাচও এ তালিকায় রাখতে হবে। ওই ম্যাচে চলতি আসরে প্রথম হ্যাটট্রিক করেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের আসরে খেলোয়াড়রা কতবার জালের দেখা পেয়েছেন? সেমিফাইনাল শেষে ৬২ ম্যাচে গোল হয়েছে ১৬১টি। ম্যাচ প্রতি গোলের হার ২.৬। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ড থেকে আরও ১০ গোল দূরে ২০১৮ বিশ্বকাপ। তবে দুই ম্যাচ হাতে রেখে তৃতীয় সর্বোচ্চ সংখ্যা ছুঁয়েছে চলতি আসর। ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে ৬৪ ম্যাচে ১৬১ গোল দেখেন দর্শকরা। বিশ্বকাপে রেকর্ড সর্বোচ্চ ১৭১ গোল আসে দুইবার। ১৯৯৮ বিশ্বকাপের পর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষে ১৭১টি গোল শোভা পায়।
১৯৩০ ও ১৯৩৪ বিশ্বকাপে সবচেয়ে কম ৭০ গোল হয়। তখন অবশ্য দলের সংখ্যাও ছিল কম। ১৩ দল নিয়ে আয়োজিত হয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ। চার বছর পর দলের সংখ্যা বাড়িয়ে ১৬-তে উন্নীত করা হয়। বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড হয় ১৯৫৪ আসরে। সেবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে বিধ্বস্ত করে অস্ট্রিয়া। ম্যাচের সংখ্যা বিবেচনায় সুইজারল্যান্ডে গোল উৎসবের এক টুর্নামেন্ট দেখে সবাই। ১৬ দলের বিশ্বকাপে ২৬ ম্যাচে ১৪০ বার গোল উদযাপন করেন খেলোয়াড়রা। ম্যাচ প্রতি রেকর্ড ৫.৪ গোলের গড় আজও ভাঙেনি। ৫৪’র বিশ্বকাপে রেকর্ড ৮টি হ্যাটট্রিকও আর কোনো আসরে দেখা যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status