বিনোদন

এবার ‘পিঁপড়ামানব’-এর সঙ্গে আসছেন আরেক সুপারহিরো!

স্টাফ রিপোর্টার

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৫:২০ পূর্বাহ্ন

অদ্ভুত ক্ষমতাসম্পন্ন সেই পিঁপড়ামানবের কথা ভুলে যাননি নিশ্চয়ই দর্শকরা। অবিশ্বাস্য সব কর্মকান্ডে কি দারুণ চমকই না দিয়েছিলো সে! হলিউডের সিনেমাপ্রেমীদের বোঝার বাকি নেই যে, বলা হচ্ছে ‘অ্যান্টম্যান’-এর কথা। ২০১৫ সালে পর্দায় আসা মার্ভেলের এই সুপারহিরো দারুণভাবে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। মুক্তির পরপরই বক্স অফিসের শীর্ষস্থানে উঠে গিয়েছিলো পল রুড অভিনীত ‘অ্যান্টম্যান’। প্রথম তিন দিনে সিনেমাটি আয় করে নিয়েছে ৫ কোটি ৮ লাখ ডলার। শেষ পর্যন্ত এর আয় দাঁড়িয়েছে ৫১৯ মিলিয়ন মার্কিন ডলার। এমন সাফল্য পাওয়া ছবির সিক্যুয়ালের জন্য তাই দর্শকরা অপেক্ষা করবেন স্বাভাবিকভাবেই। দর্শকদের হতাশ করেনি মার্ভেল স্টুডিও। অবশেষে প্রায় তিন বছরের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার ‘অ্যান্টম্যান’-এর সঙ্গে যোগ হয়েছে আরেক সুপারহিরো ‘দ্য ওয়াস্প’। ছবির নাম ‘অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’। ৬ই জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ছবিটি। আগামীকাল ১৩ই জুলাই এটি মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে। পেটন রিডের পরিচালনায় এ ছবিতেও অ্যান্টম্যানের ভূমিকায় থাকছেন পল রুড। নতুন মিশনে এবার ওয়াস্প এর সঙ্গে একজোট হয়ে কাজ করবে ‘অ্যান্টম্যান’। ‘অ্যান্টম্যান’-এর মূল বৈশিষ্ট্য যে কোনো সময় নিজেকে সংকুচিত ও প্রসারিত করতে পারা। উড়ার ক্ষমতাবিশিষ্ট এই ‘দ্য ওয়াস্প’কেই মুখ্যভাবে দেখা গেছে প্রকাশিত প্রথম ট্রেলারে। ডক্টর হ্যাঙ্কের মেয়ে হোপ ভ্যান ডাইন চরিত্রে ইভাঞ্জেলিন লিলিও নিজের অভিনয় দিয়ে ট্রেলার প্রকাশের পর পরই মন জয় করেছেন। গত জানুয়ারিতে ছবিটির প্রথম ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া জাগায়। অ্যান্টম্যান-এর সবচেয়ে মজার একটি দিক হলো এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতোই। শুধু তাই নয়, তিনি তার বিশেষ স্যুটের সঙ্গে সঙ্গে একটি হেলমেট বানান, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের নিয়ন্ত্রণ করতে। শুরু হয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সোচ্চার অভিযান। আর এভাবেই একসময় তিনি হয়ে ওঠেন সুপার হিরো। ‘ক্যাপ্টেইন আমেরিকা: সিভিল ওয়ার’ এর পর স্কট ল্যাং এর গল্প নিয়েই আলাদাভাবে নির্মিত হয় ‘অ্যান্টম্যান’। এই চরিত্র একই সঙ্গে সুপারহিরো, আবার একজন বাবাও। নিজের দায়িত্ববোধ আর অপরাধ দমনের ইচ্ছাকে সমন্বয় করে কাজ করে ‘অ্যান্টম্যান’। এবার ‘দ্য ওয়াস্প’ নিঃসন্দেহে চমৎকার সংযোজন হিসেবে প্রমাণিত হবে বলে বিশ্বাস সিনেমা সংশ্লিষ্টদের। ধারণা করা হচ্ছে অ্যান্টম্যান সিরিজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এ ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status