অনলাইন

চট্টগ্রামের আদনান হত্যা

খুনিদের আশ্রয়দাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ১২:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফার খুনিদের আশ্রয়দাতা বড়ভাই জিলহাজ¦ উদ্দিন (২২) নামে এক কলেজ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত মধ্যরাতে নগরীর জিইসি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। জিলহাজ্ব উদ্দিন চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগে সম্মান শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ওই কলেজে ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট এলাকায় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
ওসি মহসিন জানান, আদনান ইসফার হত্যা মামলার এজাহারে জিলহাজ্বের নাম নেই। কিন্তু এই মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির জবানবন্দিতে খুনের পর তাদের আতœগোপনে যাওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতায় জিলহাজে¦র নাম উঠে আসে। তাদের কয়েকজনকে ফটিকছড়ির নিজ বাড়িতে রেখেছিল সে। তাদের পলিটিক্যাল বড় ভাইদের একজন জিলহাজ্ব।
সূত্র জানায়, আদনান হত্যায় ব্যবহৃত পিস্তল সরবরাহকারী মহসিন কলেজের ছাত্রলীগ নেতা এনামেরও বড়ভাই জিলহাজ্ব। তাদের দিয়ে মহসিন কলেজে আধিপত্য বিস্তারে সহযোগিতা করেন চকবাজার থানা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ।
প্রসঙ্গত, গত ১৬ই জানুয়ারি বিকেলে নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকায় ছুরিকাঘাতে খুন হয় চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান ইসফার। আদনান ইসফারও স্কুল ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় তার বাবা আদনান আজম পাঁচজনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরা হলেন- নগরীর হাজেরা তজু কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মঈন খান, সাব্বির খান ও মুনতাছির মোস্তফা, ইসলামীয়া কলেজ থেকে এইচএসসি পাশ করা আব্দুল্লাহ আল সাঈদ ও চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী এখলাস উদ্দিন আরমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status