ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

একদিনেই ১৪ গোল!

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৮, সোমবার, ১:৫০ পূর্বাহ্ন

গোলের খেলা ফুটবল। দর্শকরা সবসময়ই মাঠে যায় এ গোল দেখতেই। সেই দিক দিয়ে মন ভরানো একদিনই যেন ছিল রোববার। এবারের ১১তম দিনে তিন ম্যাচে মোট ১৪ গোল দেখলো দর্শকরা। যা ২৮ বছর পর কোন বিশ্বকাপের এক দিনে ৩ ম্যাচে সর্বোচ্চ গোলের নজির। এর আগে ৩ ম্যাচ ১৪ গোল হয়েছিল ১৯৯০ বিশ্বকাপের ১০ ই জুন। রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও পানামা। ‘জি’ গ্রুপের ম্যাচটিতে পানামাকে গোল বন্যায় ভাসিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের হ্যাটট্রিকে ৬-১ গোলে জয় কুড়ায় ১৯৬৬’র চ্যাম্পিয়নরা। অর্থাৎ দুই দল মিলে ৭ গোল করেছে এই ম্যাচে। যা এবারের আসরে কোন এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। এর আগে বেলজিয়াম ও তিউনিশিয়ার ম্যাচে ৭ গোল হয়েছিল। রোববার পরের দুই ম্যাচে হয়েছে বাকি ৭ গোল। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ‘এইচ’ গ্রুপের দুই দল জাপান ও সেনেগাল। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। একই গ্রুপের অন্য দুই দল পোল্যান্ড ও কলম্বিয়া মুখোমুখি হয় দিনের শেষ ম্যাচে। এ ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে হারায় কলম্বিয়া। এবারের বিশ্বকাপেও প্রত্যেক ম্যাচেই গোল দেখছেন সমর্থকরা। আসরে এ পর্যন্ত কোন ম্যাচ গোলশূন্য শেষ হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status