ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

হাতাহাতি নিয়ে শাস্তির মুখে সুইডেন জার্মানির কর্মকর্তারা!

স্পোর্টস রিপোর্টার, মস্কো (রাশিয়া) থেকে

২৫ জুন ২০১৮, সোমবার, ১০:১০ পূর্বাহ্ন

উত্তেজনায় ঠাঁসা ম্যাচে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এই জয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে তারা। ম্যাচ হারলেও শেষ হয়নি সুইডিশদের বিশ্বকাপ যাত্রা। তবুও রোমাঞ্চে ভরপুর ম্যাচটি শেষে মারামারি বেধে যায় দুই দলের ডাগআউটে। মুখে কটূক্তি, হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে মুহূর্তের মধ্যেই গরম হয়ে যায় পরিবেশ। যা গড়ায় ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে। ম্যাচ কমিশনার তার রিপোর্টে এই মারামারির কথা উল্লেখ করেছেন। যে কারণে শাস্তির মুখে পড়তে পারেন দুই দলের কর্মকর্তারা। এরইমধ্যে ফিফার ডিসিপ্লিনারি কমিটি সুইডেনের টেকনিক্যাল ডিরেক্টর ও জার্মানির হ্যামলসের সঙ্গে কথা বলেছে। এদিন ঘটনার সূত্রপাত হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে টনি ক্রুসের গোলের পর। গোলের উদ্‌যাপন করার সময় জার্মানির কোচিং স্টাফের একজন গিয়ে সুইডেনের ডাগআউটের উদ্দেশ্যে কটূক্তি করেন। জবাব দিতে এক মুহূর্তও ছাড়েননি সুইডেনের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্ডারসন। এক পা দুই পা করতে করতে সুইডেনের ডাগআউটে থাকা স্টাফরা ঢুকে পড়ে জার্মানির ডাগআউট সীমানায়। এতেই হাতাহাতি শুরু হয়ে যায় দুই দলের ডাগআউটে থাকা খেলোয়াড়দের মধ্যে।

তবুও সতীর্থদের সমর্থন পাচ্ছেন কাবায়েরো

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের হ্যাংওভার এখনো কাটছে না আর্জেন্টাইন ভক্তদের। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাই এখন পেয়ে বসেছে তাদের। যার কারণে আর্জেন্টিনা এমন বিপদে তিনি হলেন ইনি উইলি কাবায়েরো। ক্ষুব্ধ হয়ে সমর্থকরা মৃত্যু হুমকিও দিলেন তার পরিবারকে। ৩৬ বয়সী গোলকিপারের দুই কন্যা রয়েছেন। স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে সুখের সংসার তার। ম্যান সিটিতে খেলতেন কাবায়েরো। পরে যোগ দিয়েছেন চেলসিতে। চেলসিতে খেলা গোলকিপার অবশ্য জাতীয় দলের এক নম্বর গোলকিপার নন। সার্জিও রোমেরো চোটের কবলে থাকায় প্রথম একাদশে সুযোগ মেলে তার। বিশ্বকাপ অভিযানে নামার আগে দুই কন্যা- গিলের্মিনা ও আইতানার সঙ্গে এক সুখী পারিবারিক ছবি টুইটারে পোস্ট করেছিলেন কাবায়েরো। সেই ছবির কমেন্ট সেকশনেই ক্রোয়েশিয়া ম্যাচে হারের পর অশ্রাব্য গালিগালাজে ভরে উঠেছে। হত্যার হুমকিও দেয়া হয় তাকে। কেউ তার পরিবারের শারীরিক অসুস্থতার কামনা করেন। কেউ আবার আরো একধাপ এগিয়ে তার স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকিও দেন। তার পরিবারের সদস্যদের লুকস নিয়েও ঘৃণ্য মন্তব্য করেন।

যদিও গোলকিপারের ভুল সত্ত্বেও আর্জেন্টিনার ফুটবলাররা তার পাশেই দাঁড়িয়েছে। কোচ হোর্হে সাম্পাওলি-ও প্রকাশ্যে বর্ষীয়ান গোলকিপারকে সমর্থন জুগিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status