বাংলারজমিন

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন অধ্যক্ষ শওকত হোসেন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২৫ জুন ২০১৮, সোমবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার দুপুরে নতুন অধ্যক্ষ মো. শওকত হোসেন দায়িত্ব গ্রহণের পর ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানিয়েছেন- বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি অধ্যাপক এএকএম মিজানুর রহমান টিটু, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন কর্মকর্তা ও কর্মচারী সমিতি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি মো. আজিজুর। এছাড়াও ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ট্রেডের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নতুন অধ্যক্ষ মো. শওকত হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স পাস করার পর মো. শওকত হোসেন ২০০৪ সালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে তার কর্মদক্ষতা অভিজ্ঞতার প্রেক্ষিতে পদোন্নতি পেয়ে ২০১২ সালে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালের ২৬শে নভেম্বর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৪ই জুন মো. শওকত হোসেনকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ও একই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status