বাংলারজমিন

রাজনগরে ত্রাণ বিতরণে অনিয়ম ইউপি সদস্যকে শোকজ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

২৫ জুন ২০১৮, সোমবার, ৯:১৮ পূর্বাহ্ন

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বন্যা-দুর্গতদের সরকারি ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ৪নং ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সহায়তায় মাস্টাররোল জব্দ করেছেন ইউএনও। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার উপজেলার কামারচাক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাঙ্গালী, গোবিন্দপুর, আবদা, তারাপাশা, দশঘরি ও কালাইকোনা গ্রামের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ চলছিল। এসময় ওই ওয়ার্ডের সদস্য জিয়াউর রহমান ইউনিয়ন পরিষদ আঙিনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করছিলেন। রোববার চা-বাগানের শ্রমিক ইউনিয়নের নির্বাচনে টেগ অফিসারদের প্রেরণ করায় সেখানে কোনো টেগ অফিসার ছিলেন না। বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার তদারকি করতে ওই ইউনিয়নে গেলে এলাকাবাসী ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন। একই ব্যক্তি একাধিকবার ত্রাণ নিচ্ছেন, কেউ কেউ একবারো পাচ্ছেন না এবং অন্য ওয়ার্ডের মানুষকেও চাল দেয়া হচ্ছে বলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। তিনি ইউপি সদস্য জিয়াউর রহমানকে মাস্টাররোলের কাগজ দেখাতে বললে ইউপি সদস্য কাগজ দেখাতে অস্বীকৃতি জানান। সাধারণ মানষের সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসী ইউপি সদস্যের ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশের সহায়তায় দুটি মাস্টাররোলের কাগজ জব্দ করা হয়।
জব্দকৃত মাস্টার রোলে দেখা যায়, একটিতে নাম, পিতার নাম, গ্রামের নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার লেখা থাকলেও অন্য একটিতে এসব কিছুই লেখা ছিল না। ওই মাস্টাররোলের কলামগুলো খালি রেখে শুধু স্বাক্ষরের কলামে টিপসই রেখে চাল বিতরণ করা হচ্ছিল। পরে ওই দিনই ইউপি সদস্য জিয়াউর রহমানকে শোকজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, চেয়ারম্যান ও সচিবের উপস্থিতিতে চাল বিতরণ করেছি। আমি কোনো অনিয়ম করিনি। শোকজ নোটিশ এখনো পাইনি।
কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুল হক সেলিম বলেন, দুর্গত অনেকের নাম নেয়া হয়নি বলে এই ওয়ার্ডের কয়েকজন আগের দিন আমাকে জানিয়েছেন। আমার সঙ্গে সমন্বয় না করেই মেম্বার নিজে তার মর্জিমতো কাজ করছেন। ঘটনার দিন পরিষদের বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকার সুযোগে সে অনিয়ম করেছে বলে সাধারণ মানুষ আমাকে জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার বলেন, ওই ইউপি সদস্যকে মাস্টাররোল দেখাতে বললে সে দেখায়নি। পরে পুলিশের সহায়তায় মাস্টাররোল জব্দ করে দেখা যায় একটি তালিকায় সব ঠিকঠাক থাকলেও অন্যটিতে শুধু স্বাক্ষরের কলামে টিপসই রেখে চাল বিতরণ করা হয়েছে। তালিকা দেখে বোঝা যাচ্ছে, এখানে অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় ওই ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status