বাংলারজমিন

বেকারত্ব লাঘবে বরগুনায় চাকরি মেলা

বরগুনা প্রতিনিধি

২৫ জুন ২০১৮, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

বেকারত্ব লাঘবে বরগুনায় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বরগুনার বঙ্গবন্ধু কমপ্লেক্সে এই মেলার শুভ উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিচুর রহমান। দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় উপকূলীয় উন্নয়ন সংগঠন জাগো নারীর রিকল-২০২১ প্রকল্পের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার। এ সময় অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরগুনা মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, রিকল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, জাগো নারীর কমিউনিকেশন ডিরেক্টর ডিউক ইবনে আমিন। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ১১টি স্টল নিয়ে স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংগঠন অংশ নেয়। এ সময় তারা শতাধিক পদের জন্য পাঁচ শতাধিক তরুণের জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করেন। এছাড়া বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্র চিহ্নিত করার পাশাপাশি বিভিন্ন চাকরি প্রদানকারী সংস্থার নিয়ম-নীতি চাকরি প্রত্যাশীদের মাঝে তুলে ধরা হয়। এ মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানসমূহের মধ্যে বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোকবেতার, উন্নয়ন সংগঠন সংগ্রাম, ঠিকাদারী প্রতিষ্ঠান আলমামুন এন্টারপ্রাইজ, কামাল এন্টারপ্রাইজ, আহনাব টেলিকম, ব্যবসায়ী প্রতিষ্ঠান হুমায়ুন স্টোর, নাহার টেলিকম, দুরন্ত টেলিকম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং পলি কন্সট্রাকশন ছিল অন্যতম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status