অনলাইন

আড়াইহাজারে ২ টি পৌরসভায় মনোনয়নপত্র জমা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৬:১০ পূর্বাহ্ন

আড়াইহাজার উপজেলার সদর পৌরসভা এবং গোপালদী পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
আড়াইহাজারে সদর পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক আলহাজ্ব সুন্দর আলী ভুইয়া এবং বিএনপি থেকে মনোনীত প্রার্থী উপজেলা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার। গোপালদী পৌরসভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব হালিম শিকদার এবং বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মুশফিকুর রহমান মিলন। বড় দুদলেই বিদ্রোহী প্রার্থী না থাকায় স্বস্তির নিঃশ্বাষ ফেলেছেন নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন মঞ্জুর হোসেন।
সদর পৌরসভার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুন্দর আলী জানান, আড়াইহাজারে আওয়ামীলীগের কোন বিরোধ নেই। সাংঘঠনিকভাবে অন্তত্য সফলতার সাথে আওয়ামী লীগকে পরিচালনা করছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আড়াইহাজারে নৌকার কোন বিকল্প খুজছেনা সাধারন জনগণ। নৌকার বিজয় কেউ রুখতে পারবে না।
সদর পৌরসভার বিএনপি থেকে মনোনীত প্রার্থী পারভিন আক্তার জানান, আড়াইহাজারে বিএনপির মধ্যে কোন প্রকার বিরোধ নেই। এখানে বিএনপি শক্তিশালী দল। জাতীয় নির্বাচনে দল থেকে মনোনয়ন একাধিক প্রার্থী থাকলেও স্থানীয় নির্বাচনে সবাই এক। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলে ধানের শীষের বিজয় কেউ রুখতে পারবে না। হামলা-মামলা দিয়ে ভয় দেখিয়ে দলকে বিচ্ছিন্ন করে রাখতে চাইছে আওয়ামী লীগ। তিনি এ সময় প্রশাসনকে নির্বাচনের সুষ্ট পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
আড়াইহাজার পৌরনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফয়সাল কাদের জানান, আড়াইহাজার সদর পৌরসভায় মেয়র পদে ৩ জন, কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মনোনয়ন পত্র জমা দেন।
গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, গোপালদী পৌরসভায় মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন মনোনয়ন পত্র মনোনয়ন পত্র জমা দেন। নির্বাচন কমিশন আগামী ২৫শে জুলাই ভোট গ্রহণের তারিখ রেখে আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ ২৪শে জুন। এছাড়া যাচাই বাছাই করা হবে ২৬শে জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ৩রা জুলাই। দুইটি পৌরসভার মধ্যে আড়াইহাজার পৌরসভার সবগুলো কেন্দ্রে প্রথম বারের মত ইভিএম ব্যবহার করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status