অনলাইন

সুনামগঞ্জে আ.লীগ নেতাসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৫:৫৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাসহ দু’ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। ছাতক উপজেলার হাইটমারা বিল থেকে নিখোঁজ আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ (৪২) ও বিশ্বম্ভরপুর উপজেলা করচার হাওর থেকে নজরুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতে জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের পুরান মইশাপুর গ্রামের ফারুক আহমদ নিখোঁজ হন। পরদিন শনিবার সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ পুরান মইশাপুর গ্রামের পাশের হাইটমারা বিল এলাকা থেকে ফারুকের পরনে লুঙ্গি ও জুতা উদ্ধার করে। পরে আজ রোববার সকালে ওই বিল এলাকায় ব্যবসায়ী ফারুকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা ছাতক থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে।
এদিকে, জেলার খরচার হাওরের বিশ্বম্ভরপুর সীমানার রংপুর গ্রামের পাশ থেকে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, সকালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে নজরুলের লাশ উদ্ধার করে। নজরুল বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম মধ্যনগর গ্রামের বাসিন্দা।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন নজরুল ইসলামের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কবে বাড়ি থেকে বের হয়েছে বা কীভাবে সেখানে গেল, বিষয়টি জানতে তার পরিবার পরিজন ও স্বজনদের খবর দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status