বিশ্বজমিন

রাম মন্দির নির্মাণ, গরু রক্ষা বিষয়ক মন্ত্রণালয় গঠন নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের ৩ দিনের বৈঠক

মানবজমিন ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৩:৫৫ পূর্বাহ্ন

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, গরু রক্ষা বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয়, বাংলাদেশ ও মিয়ানমার থেকে অনুপ্রবেশের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনায় বসছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদের পরিচালনা পরিষদ। রোববার শুরু হয়ে এ বৈঠক চলবে তিনদিন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়েছে, এ বিষয়ে শনিবার মিডিয়ার কাছে বক্তব্য রেখেছেন বিশ্ব হিন্দু পরিষদের সেক্রেটারি জেনারেল মিলিন্দ পারান্ডে। তিনি আরো বলেছেন, তার সংগঠন এ বিষয়ে আস্থাশীল যে, অযোধ্যায় বিতর্কিত এলাকায় একটি রাম মন্দির নির্মাণ করা হবে। তবে মন্দির নির্মাণের স্থান ও এর চত্বরের আশপাশে কোথাও কোনো মসজিদ অনুমোদন দেবে না বিশ্ব হিন্দু পরিষদ। জম্মুতে আশ্রয় নেয়া রোহিঙ্গা ও ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাংলাদেশী অবৈধ অভিবাসীদের সরিয়ে দেয়ার দাবি তোলেন তিনি। আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমার থেকে যেসব হিন্দু ভারতে গিয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেয়া উচিত এবং তাদেরকে পুনর্বাসন করা উচিত। বিশ্ব হিন্দু পরিষদ আরো দাবি করে, পুরো ভারতে গবাদিপশু জবাই একেবারে বন্ধ করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর কড়া সমালোচনা করেন। কারণ, সিআইএ তাদেরকে ও বজরং দলকে উগ্রপন্থি ধর্মীয় সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। মিলিন্ড পারান্ডে বলেছেন, তারাই উল্টো বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটায়। তারা তাদের স্বার্থের জন্য সন্ত্রাসকে সমর্থন দেয়। তাই বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলকে এমনভাবে আখ্যায়িত করার কোনো অধিকার সিআইএর নেই। আমরা কাজ করছি হিন্দুদের জন্য। কারো বিরুদ্ধে কাজ করছি না আমরা। সিআইএ ভারতের মানচিত্রকে ভুলভাবে ব্যবহার করছে উল্লেখ করে এসব বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status