বিশ্বজমিন

ফিফার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ সার্বিয়ার

মানবজমিন ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ১:১২ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফুটবলে ভয়াবহ ডাকাতি করেছে ফিফা। বিশ্বকাপ ফুটবল আয়োজনকারী সংস্থা ফিফার বিরুদ্ধে এমন কড়া, ঝাঁঝালো অভিযোগ এনেছেন সার্বিয়ান ফুটবল এসোসিয়েশনের প্রধান ক্লাভিসা কোকেজা। শুক্রবার সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় তার দল। এ জন্য ফিফার পরিচালনা পরিষদকে দায়ী করেছেন কোকেজা। তিনি বলেছেন, তার দেশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব দেখিয়েছে ফিফা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ফিফার বিরুদ্ধে সরাসরি আঙ্গুল তুলেছেন কোকেজা। তিনি আরো বলেছেন, তাদের (সার্বিয়ার) বিরুদ্ধে কাজ করতে কর্মকর্তাদের সরাসরি নির্দেশনা দিয়েছে ফিফা। এ বিষয়ে শনিবার তিনি বিবিসিকে বলেছেন, ওইদিনই তারা এ বিষয়ে ফিফার কাছে প্রতিবাদ জানাবেন। আদতে তিনি এমন প্রতিবাদ পাঠিয়েছেনও। কারণ, ফিফার এক মুখপাত্র প্রতিবাদ সম্বলিত একটি চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয় নি। উল্লেখ্য, সার্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত খেলায় রেফারি ছিলেন জার্মানির। তার ওপর অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোকেজা। তিনি বলেছেন, সুইজারল্যান্ডের বিরুদ্ধে জার্মানির ওই রেফারিকে নিয়োগ দেয়া হয়েছে। এতে কিছু সিদ্ধান্তকে প্রভাবিত করা হয়েছে। বিশেষ করে ম্যাচ কর্মকর্তারা ও ভিডিও এসিসট্যান্ট রেফারি (ভিএআর) ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা পক্ষপাতী হয়ে আলেকজান্দার মোট্রিভিচের বিরুদ্ধে পেনাল্টি দিয়েছে। অথচ তাকে সুইজারল্যান্ডের দু’জন খেলোয়াড় মাটিতে ফেলে দেন। কোকেজা বলেন, আমি মনে করি না এটা শুধু ভিএআরের বিষয়। সব কিছুর পিছনে ছিলেন সেইসব লোক যারা ওই রেফারিকে নির্দেশনা দিয়েছিলেন। আমরা খুব ভাল করেই জানি সুইজারল্যান্ডের অর্ধেকের বেশি মানুষ হলেন জার্মান। তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য সার্বিয়ার টেকনিক্যাল স্টাফ, খেলোয়ার ও জনগণ সবাই হতাশ, বিধ্বস্ত। কারণ, ফিফার কিছু মানুষ অবিচার করেছে। এর জবাব তিনি কিভাবে দেবেন? এমন প্রশ্ন করা হলে কোকেজা বলেন, ইউরোপ এবং বিশ্বের কাছে এটা পরিষ্কার যে, সার্বিয়ার সঙ্গে ভয়াবহ ডাকাতি করা হয়েছে। যেহেতু এর নির্দেশনা দেয়া ছিল ফিফা থেকে সে জন্য এই ডাকাতিতে ফিফা কোনো একশন নেবে বা এমনটা আর ঘটবে না, তা প্রত্যাশাও করতে পারি না। সুইজারল্যান্ড দুটি গোল দেয়ার পর তারা যে ‘ডাবল ঈগল’ সেলিব্রেশন করেছে তা নিয়েও সমালোচনা করেছেন কোকেজা। তিনি বলেছেন, এটা স্ক্যান্ডালাস ও লজ্জাজনক। গ্রানিত জাকা ও জারদান শাকিরি শুক্রবার ম্যাচে গোল হওয়ার পর ওই অঙ্গভঙ্গি করেন। তারা দু’জনেই কসোভোর। এদিন ম্যাচ খেলার সময় শাকিরির বুটের একটির হিলে ছিল সুইজারল্যান্ডের পতাকা। অন্যদিতে ছিল কসোভোর পতাকা। এ নিয়েও আপত্তি তুলেছেন কোকেজা। তিনি বলেছেন, এ ঘটনায় সারা ফুটবল দুনিয়ার নিন্দা জানানো উচিত। কারণ, একজন খেলোয়াড় দুটি দেশের পতাকা ব্যবহার করতে পারেন না। কারণ, তিনি খেলছেন একটি দেশের হয়ে। তিনি দাবি করেন, এভাবে যদি কোনো খেলোয়াড় ফিফার আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ফিফা অবরোধ বা নিষেধাজ্ঞা দেবে বলে আমরা আশা করি। ওদিকে শনিবারই ফিফা নিশ্চিত করেছে যে, তারা সাকা ও শাকিরির বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ আমলে নিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status