ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

কলম্বিয়া-পোল্যান্ডের বাঁচা-মরার লড়াই

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫৬ পূর্বাহ্ন

গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে চাপের মুখে কলম্বিয়া ও পোল্যান্ড। বাঁচা-মরার লড়াইয়ে পরস্পর মুখোমুখি হচ্ছে দুই দল। কাজান অ্যারেনায় আজ রাত ১২টায় খেলা শুরু হবে। রাশিয়া বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হার মানে কলম্বিয়া। সেনেগালের কাছে একই ব্যবধানে হেরে যায় রবার্ট লেভানদোস্কির পোল্যান্ড। জাপানের বিপক্ষে ৮৭ মিনিট দশজনের দল নিয়ে খেলে তারা। গোলমুখে জাপানের শট হাত দিয়ে ঠেকিয়ে লাল কার্ড দেখে পেনাল্টি উপহার দেন মিডফিল্ডার কার্লোস সানচেজ মোরেনো। সানচেজকে নিয়ে এখন চিন্তিত কলম্বিয়া শিবির। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ব্যাপারটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আত্মঘাতী গোল করা কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবারকে গুলি করে হত্যা করা হয়। সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় কলম্বিয়া। পোল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরতে পারেন গত আসরের সর্বোচ্চ গোলদাতা হামেস রদ্রিগেজ। জাপান ম্যাচে তাকে বদলি হিসেবে নামান কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান। পোল্যান্ড দলে আসতে পারে একাধিক পরিবর্তন। সেনেগালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ নৈপুণ্য দেখানো ফরোয়ার্ড ডেভিড কৌনাকি শুরুতে নামতে পারে। কাঁধের ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার কামিল গ্লিক।
পোল্যান্ডের সহকারী কোচ হুবার্ট মালোউইসকি বলেন, ‘কলম্বিয়ার বিপক্ষে দলে অবশ্যই পরিবর্তন আনা হবে। গ্রুপের ফেভারিট ভাবা হয়েছিল কলম্বিয়াকে। কিন্তু প্রথম ম্যাচটা তাদের ভালো যায়নি। আমাদেরও একই অবস্থা। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে জাপানের বিপক্ষে প্রায় পুরো সময় ১০ জন নিয়ে খেলেছে কলম্বিয়া। তাদেরকে হারানো কঠিন হবে। প্রায় একই দল নিয়ে অনেক বছর একসঙ্গে খেলায় তাদের টিম কম্বিনেশন ভালো। আমরা হাল ছাড়ছি না। টুর্নামেন্ট মাত্র শুরু। প্রথম ম্যাচ হারায় সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো দুই ম্যাচ বাকি। আমরা ভালো দলকে হারিয়ে অভ্যস্ত। এখন সেটিরই পুনরাবৃত্তি করতে হবে।’ পোল্যান্ডের মতো জয় ভিন্ন কিছু ভাবছে না কলম্বিয়া। অধিনায়ক রাদামেল ফ্যালকাও বলেন, ‘পরবর্তী রাউন্ডে ওঠার সুযোগ এখনো আছে। আমরা সেদিকেই চোখ রাখছি। নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হবে। এই দলটা মানবিকভাবে কতটা শক্তিশালী তা ইতিমধ্যেই প্রদর্শন করেছে। পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হবে ফাইনালের মতো। দুই দলই জয়ের লক্ষ্যে খেলবে। এই ম্যাচটাই ঠিক করে দেবে কারা বিশ্বকাপে টিকে থাকবে।
তাই আগের ম্যাচের মতো বেশি ভুল করা চলবে না।’ বিশ্বকাপে কলম্বিয়ার সেরা সাফল্য ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। অন্যদিকে গত দুই আসরে বাছাইপর্ব পেরোতে পারেনি পোল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ অধিনায়ক লেভানদোস্কির বিশ্বকাপ অভিষেক ভালো হয়নি। সেনেগালের বিপক্ষে গোল পাননি ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ১৬ গোল করা লেভানদোস্কি। বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে কখনোই দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি পোল্যান্ড। বিশ্বকাপে প্রথমবার কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে তারা। দুই দলের মধ্যকার চারটি প্রীতি ম্যাচে কলম্বিয়া ও পোল্যান্ড সমান দুই ম্যাচে জয় দেখে। সবশেষ ২০০৬ সালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় কলম্বিয়া। বিশ্বকাপে ইউরোপিয়ান দলের বিপক্ষে কলম্বিয়ার পারফরম্যান্স সুখকর নয়। সবশেষ ৯ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয় (২ ড্র ও ৫ হার) নিয়ে মাঠ ছাড়ে তারা। দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে পোল্যান্ডের ৯টি বিশ্বকাপ ম্যাচের একটিও ড্র হয়নি (৪ জয় ও ৫ হার)। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচে দুই জয়ের বিপরীতে সাতটিতে হার মানে পোল্যান্ড। ইতিহাসে একবারই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে হারের অভিজ্ঞতা নেয় কলম্বিয়া। ১৯৯৪ আসরে তারা রোমানিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার মানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status