ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ব্রাজিলের নতুন ত্রাতা কুটিনহো

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

ঘরের মাটিতে ২০১৪ বিশ্বকাপে দলে সুযোগ মেলেনি। সেই ফিলিপ্পে কুটিনহো এখন ব্রাজিলের অপরিহার্য খেলোয়াড়। হয়ে উঠেছেন দলের ত্রাতা। রাশিয়া বিশ্বকাপ মাতাচ্ছেন ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই ব্রাজিলকে উদ্ধার করেন কুটিনহো। সুইজারল্যান্ডের বিপক্ষে ডি-বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে চোখ ধাঁধানো গোল করেন তিনি। কিন্তু এগিয়ে থেকেও ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। নকআউট পর্বের দৌড়ে টিকে থাকতে কোস্টারিকার বিপক্ষে সবশেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। শুক্রবারের ম্যাচটিতে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় নব্বই মিনিট খেলা থাকে গোলশূন্য। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে প্রয়োজনের মুহূর্তে ঝলক দেখান কুটিনহো। ইনজুরি সময়ের প্রথম মিনিটেই নাভাসকে পরাস্ত করেন তিনি। গোলমুখে মার্সেলোর ক্রস থেকে বল মাটিতে নামান রবার্তো ফিরমিনো। ফিরমিনো বলে কিক নেয়ার আগেই দৌড়ে এসে শট নেন কুটিনহো। নাভাসের দুই পায়ের ফাঁক গলে বল আশ্রয় নেয় জালে। কুটিনহোর পর ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল করেন নেইমার। পাঁচ মিনিটের ম্যাজিকে ২-০ গোলের জয় আদায় করে নেয় ব্রাজিল। প্রথম দুই খেলায় হেরে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে কোস্টারিকার বিদায় নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে কুটিনহো বলেন, ‘কঠিন একটা ম্যাচ ছিল। এটাই আমরা প্রত্যাশা করেছিলাম। ম্যাচের শেষ পর্যন্ত আমরা ভালো ধৈর্য দেখিয়েছি। ইনজুরি সময়ের দুই গোল তারই পুরস্কার। ব্রাজিলের হয়ে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হয়। কোচ (লিওনার্দো বাচ্চি তিতে) সবসময়ই মানসিক শক্তির দিকটায় গুরুত্ব দেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এটি ধরে রাখা গুরুত্বপূর্ণ।’ ‘ই’ গ্রুপে দুই ম্যাচ শেষে ব্রাজিল ও সুইজারল্যান্ডের সমান ৪ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে সার্বিয়া। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারানোর পর সুইজারল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হার মানে তারা। ৯০ মিনিটের গোলে সুইসদের জয়ের নায়ক জাদরান শাকিরি। আগামী ২৭শে জুন বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া। কোস্টারিকাকে মোকাবিলা করবে সুইজারল্যান্ড। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে কঠিন ম্যাচই অপেক্ষা করছে। নেইমার-কুটিনহো-জেসুসদের হাত ধরে এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। নেইমারের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কুটিনহো। গত জানুয়ারিতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নিজের প্রজন্মের অন্যতম সেরা এই প্লে-মেকার। কুটিনহোর আন্তর্জাতিক অভিষেক ২০১০ সালের অক্টোবরে ইরানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। ২০১৪ বিশ্বকাপে কুটিনহোকে দলে রাখেননি কোচ লুইস ফেলিপে স্কলারি। সুযোগ পান কুটিনহোর সমবয়সী মিডফিল্ডার অস্কার। সেই অস্কার এখন যেন হারিয়ে গেছেন। ২০১৬ সালের ডিসেম্বরে চেলসি ছেড়ে চাইনিজ ক্লাব শাংহাই এসআইপিজি ক্লাবে যোগ দেন অস্কার। কুটিনহোর চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ২০১১ সালে অভিষেকের পর ৪৭ ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে চাপান অস্কার। ৩৮ ম্যাচে অস্কারের সমান ১২ গোল করেন কুটিনহো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status