ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ব্রাজিলের ম্যাচ জিততে রেফারির সহায়তা লাগে না

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

উৎফুল্ল ব্রাজিল সমর্থক

ম্যাচ জিততে ব্রাজিলের রেফারির সহায়তার প্রয়োজন হয় না- এমন কথা বলেন কোচ লিওনার্দো বাচ্চি তিতে। শুক্রবার কোস্টারিকাকে হারানোর পর সংবাদ সম্মেলনে তাদের পাওয়া পেনাল্টি বাতিল প্রসঙ্গে এমন কথা বলেন ব্রাজিল দলের ৫৭ বছর বয়সী এ কোচ। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের ৭৮তম মিনিটে ব্রাজিলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান ডাচ রেফারি বিয়র্ন কুইপার্স। এ সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাটিতে পড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। তবে কোস্টারিকার খেলোয়াড়দের আপত্তির পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত দেয়, ওটা ফাউল নয়, তাই পেনাল্টিও হয়নি। সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘আমি রেফারি হলে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতাম না। কিন্তু আমি রেফারির সিদ্ধান্তকে সম্মান করি। ম্যাচ জিততে ব্রাজিলের রেফারির বা অন্য কোনো সহায়তার প্রয়োজন নেই। আমরা শুধু নিরপেক্ষ বাঁশিই প্রত্যাশা করি। আমি মনে করি, ওটা পেনাল্টি ছিল।’ নেইমারের পারফরম্যান্স প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছে নেইমার। তবে আমাদের পুরো দলটিই ভালো খেলেছে। আমরা একজন খেলোয়াড়ের কাঁধে সব দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। সবাই জানি, বড় ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছে নেইমার। এখনো পুরো ফিট হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের দল শক্তিশালী, শুধুমাত্র নেইমারের উপর নির্ভরশীল নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status