বাংলাদেশ কর্নার

কান্নার কারণ জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

কোস্টারিকার বিপক্ষে ম্যাচ শেষ হতেই হাঁটু গেড়ে মাঠে বসে পড়েন আবেগাপ্লুত নেইমার। দুই হাতে মুখ ঢেকে বেশ কিছুক্ষণ কাঁদতে দেখা যায় এ ব্রাজিলিয়ান সুপারস্টারকে। নেইমার নিজেই জানিয়েছেন কান্নার কারণ। ইন্সটাগ্রামে এক পোস্টে নেইমার লেখেন, ‘আমি কিসের মধ্য দিয়ে এখানে (রাশিয়া) এসেছি তা সবাই জানে না। এই কান্না আনন্দের, সমস্যা কাটিয়ে ওঠার ও জয়ের ইচ্ছা প্রকাশের।’ সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচটিতে ইনজুরি সময়ের দুই গোলে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল। গোল দুইটি করেন ফিলিপ্পে কুটিনহো ও নেইমার। এর মধ্য দিয়ে স্বদেশী কিংবদন্তি রোমারিওকে ছাড়িয়ে যান নেইমার। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের সামনে কেবল রোনালদো (৬২) ও পেলে (৭৭)। ৮৭ ম্যাচে নেইমারের গোল সংখ্যা ৫৬। সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর স্বস্তির জয় পায় সেলেকাওরা। টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে কোস্টারিকার। কোস্টারিকানদের কান্নার পাশাপাশি সবার নজর কাড়ে নেইমারের কান্না। সুইসদের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো করতে না পারায় সমালোচিত হন নেইমার। সমালোচকদের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমার জীবনে কখনোই কোনো কিছু সহজ ছিল না। তাই এখন কেন হবে?’ সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ বার ফাউলের শিকার হন নেইমার। বিশ্বকাপে গত ২০ বছরে কোনো খেলোয়াড়কে এতোবার ট্যাকল করার নজির নেই। ১৯৯৮ বিশ্বকাপে তিউনিশিয়ার বিপক্ষে ১১ বার ফাউলের শিকার হয়েছিলেন ইংল্যান্ডের অ্যালান শিয়েরার। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে ইনজুরি কাটিয়ে ফেরেন নেইমার। ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচেই গোল করেন তিনি। গত ফেব্রুয়ারির শেষদিকে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলার সময় নেইমারের পায়ের পাতার হাড় ভেঙে যায়। করাতে হয় অস্ত্রোপচার। শঙ্কার মুখে পড়ে গিয়েছিল তার বিশ্বকাপ খেলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status