বাংলাদেশ কর্নার

‘আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন হবে না’

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫২ পূর্বাহ্ন

আইসল্যান্ড-বধের নায়ক তিনি। জোড়া গোল করে নাইজেরিয়ার শেষ ষোলোর আশা উজ্জ্বল করেছেন আহমেদ মুসা। শুক্রবার বিশ্বকাপে আইসল্যান্ডকে ২-০ গোলে হারায় আফ্রিকার পাওয়ার হাউজ নাইজেরিয়া। ম্যাচে নাইজেরিয়ার দুই গোলই পান আহমেদ মুসা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। এ ম্যাচে জয় পেলে শেষ ষোলোর টিকিট কাটবে তারা। আর মুসা বলেন, আর্জেন্টিনার বিপক্ষেও গোল করা কঠিন হবে না। শুক্রবার ম্যাচ শেষে আহমেদ মুসা বলেন, আর্জেন্টিনার ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরবর্তী রাউন্ডে যেতে হলে এ ম্যাচে আমাদের জিততে হবে। এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে গোল করা আমার জন্য অতটা কঠিন হবে না। ব্রাজিলে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ গোলে হার দেখেছিল নাইজেরিয়া। ওই ম্যাচে নাইজেরিয়ার হয়ে জোড়া গোল করেন ফরোয়ার্ড আহমেদ মুসাই। ২০১০-এ নাইজেরিয়া জাতীয় দলের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ৭৪ ম্যাচে ১৫ গোল পেয়েছেন তিনি। এবারের আসরে ‘ডি’ গ্রুপ থেকে দুই ম্যাচে দুই জয়ে ইতিমধ্যে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। তবে, গ্রুপের অন্য তিন দলেরও সুযোগ রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। আগামী ২৬শে জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আইসল্যান্ড। ওই ম্যাচে আইসল্যান্ড জয়হীন থাকলে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার বিজয়ী দলই খেলবে পরবর্তী রাউন্ডে।
আহমেদ মুসা থেকে ‘লিওনেল মুসা’
‘ডি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয় কুড়ায় নাইজেরিয়া। ম্যাচের দুই গোলই পান নাইজেরিয়ান ফরোয়ার্ড আহমেদ মুসা। এতে নকআউট পর্বের স্বপ্ন জেগে উঠেছে আর্জেন্টিনারও। মুসার দুর্দান্ত পারফরম্যান্সে লাতিন দেশটির শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আর্জেন্টাইন সমর্থকরা মুসাকে ডাকছেন ‘লিওনেল মুসা’ নামে। বিশ্বকাপে এখন মুসার চার গোল। বিশ্বকাপে নাইজেরিয়ান কোনো খেলোয়াড়ের সর্বাধিক গোলের রেকর্ড এটি। লিওনেল মেসির বিপক্ষে লড়াইয়েও চার গোল রয়েছে মুসার। ২০১৪’র বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল পান মুসা। আর ২০১৬তে মেসির দল বার্সেলোনার বিপক্ষে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপেও গোল পান এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। লিওনেল মেসির সঙ্গে তুলনার বিষয়টি সংবাদ সম্মেলনে তার সামনে তুলতেই মুসা বলেন, ‘এ জন্য অসংখ্য ধন্যবাদ! যখনই আমি আর্জেন্টিনার বিপক্ষে খেলি এবং মেসি থাকে, তখন আমার চার বছর আগের কথা মনে পড়ে যায়। ব্রাজিলে মেসির বিপক্ষে আমি দুই গোল করেছিলাম। এরপর লেস্টার সিটিতে যাওয়ার পর বার্সেলোনার বিপক্ষে খেলেছিলাম, সেখানেও করেছিলাম আরো দুই গোল। পরের ম্যাচে যেকোনো কিছু হতে পারে। হয়তো আরো দুই গোল করতে যাচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status