বাংলারজমিন

বানভাসি মানুষের কষ্টের ভাগিদার হতে এসেছি: এমএম শাহীন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৩০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী শরীফপুর ও রাউৎগাঁও ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক এমপি এমএম শাহীন বলেছেন, বানভাসি মানুষের কষ্টের শেষ নেই। আকস্মিক বন্যা কেড়ে নিয়ে গেছে সবকিছু, যা স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। আমি তাদের কষ্টের কিছুটা ভাগিদার হতে ছুটে এসেছি। বন্যা ও যে কোনো প্রাকৃতিক দুর্যোগে কুলাউড়াবাসী যেভাবে একে অন্যের পাশে দাঁড়ায়, তাই প্রমাণ করে দল মতের ঊর্ধ্বে এসে মানুষ মানুষের জন্য কতটা আন্তরিক। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ৪টি স্থান ও রাউৎগাঁও-এর ভবানীপুর এলাকায় সহস্রাধিক মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ তোফাজ্জল হোসেন তফই ও জয়নুল ইসলাম জুনেদ, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলী, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, শরীফপুর বিএনপির সাধারণ সম্পাদক শামছুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার আলম বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মুহিত সবুজ প্রমুখ।
 কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরমান আহমেদ, মেহেদী হাসান খালিক, ইউপি সদস্য আবদুল মুক্তাদির মনু, গণেশ লাল গোয়ালা, শিপ্রা রানী দাস, হারুন মিয়া, সাবেক মেম্বার সাইফুল আলম সিদ্দিকী, শরীফপুর বিএনপি নেতা মদরিছ আলী, জহির আলী, যুবদল নেতা শংকর, রাজু চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা প্রবাসী এ.কে উজ্জ্বল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status