দেশ বিদেশ

আওয়ামী লীগের ১০ তলাবিশিষ্ট সুরম্য কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নতুন কেন্দ্রীয় কার্যালয়ের ভবন উদ্বোধন করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকাল ১০টায় গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে জাতীয় সংগীতের সুরে আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে পায়রা ও বেলুন উড়িয়ে নতুন কার্যালয় উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দলের সভাপতি শেখ হাসিনার হাতে নতুন কার্যালয়ের চাবি তুলে দেন। ১০ তলাবিশিষ্ট ভবনটিতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। উদ্বোধনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভবনের সামনে একটি বকুল ফলের চারা রোপণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি নতুন ভবনের বিভিন্ন তলা ঘুরে নবম তলায় সভাপতির কক্ষে গিয়ে কিছুক্ষণ বসেন। গত বছরের ২৩শে জুন আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দলটির সভাপতি শেখ হাসিনা ভবনের নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। দলের কেন্দ্রীয় নেতারা জানান মাত্র এক বছরে এ ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। ৮ কাঠা ভূমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে সুজ্জিত এ ভবন। নতুন এই ভবনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য রাখা হয়েছে সুসজ্জিত ও সুপরিসর কক্ষ। এ ছাড়া ভবনে বিভিন্ন ফ্লোরে ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, সাংবাদিক লাউঞ্জ, ডরমিটরি ও ক্যান্টিন থাকছে। এ ছাড়া দুটি স্বতন্ত্র কার পার্কিং, একাধিক লিফট, সিঁড়ি, অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও রয়েছে আওয়ামী লীগের নতুন এ কার্যালয়ে। পুরো কার্যালয়টি ওয়াইফাই জোনের আওতায় থাকবে। কার্যালয়টিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থাকবে। এদিকে নতুন এই ভবন দেখতে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও তার আশপাশের এলাকায় গতকাল সকাল থেকেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। নানা রঙের পোশাক পরে, হাতে জাতীয় ও দলীয় পতাকা, মাথায় ক্যাপ পরে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে নেতাকর্মীরা ভবনটি ঘুরে দেখেন। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে দিনভর উৎসবমুখর ছিল উদ্বোধন হওয়া নতুন কার্যালয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status