বাংলারজমিন

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আজ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৩ পূর্বাহ্ন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন আজ। এ নিয়ে শ্রীমঙ্গলে সরগরম হয়ে উঠেছে চা বাগান এলাকা। গত ১০ই জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর থেকে পুরোদমে মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা। আজ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি চা বাগানে গোপন ব্যালেটে ভোট গ্রহণ ও গণনার মাধ্যমে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক কার্যকরী পরিষদ, ভ্যালী কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের ২০টি উপজেলার ২২৮টি চা বাগান ও ফাঁড়ি বাগানের মোট ৯৮ হাজার ৭৫২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়েগ করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে চা শ্রমিক ঐক্য পরিষদ ও সংগ্রাম কমিটি সমর্থিত দুটি প্যানেলের পাশাপাশি মহাসংগ্রাম কমিটি নামে আরেকটি পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের চলমান চা শ্রমিক সংগ্রাম কমিটি মাখনলাল কর্মকার, জেসমিন আক্তার, পংকজ কন্দ ও বৈশিষ্ট্য তাঁতীকে নিয়ে গঠিত তাদের সভাপতিমন্ডলী প্যানেলের প্রতীক পেয়েছেন দোয়াত কলম। সম্পাদকমণ্ডলীর প্যানেলে রামভজন কৈরী, নিপেন পাল, রেখা বাক্তি ও পরেশ কালিন্দি প্রতীক পেয়েছেন ফুটবল। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে চা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর প্যানেলে বিজয় বুনার্জি, শোভা গোয়ালা, মো. সেলিম আহমদ ও রাজেশ নুনিয়া ছাতা প্রতীকে এবং সাধারণ সম্পাদকের প্যানেলে সীতারাম অলমিক, সুনিল কুমার মৃধা, সনকা তাঁতী ও দুলন কর্মকার দুলু চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status