অনলাইন

চট্টগ্রামে কিশোর অপরাধ দমনে বাইক স্টারদের বিরুদ্ধে অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি

২২ জুন ২০১৮, শুক্রবার, ৪:৫৬ পূর্বাহ্ন

কিশোর অপরাধ দমনে এবার রাজপথ দাপিয়ে বেড়ানো বাইক স্টারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অভিযানে এ পর্যন্ত ৫২টি মোটর বাইক জব্দ ও ২৭০টি মোটর বাইকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত ১৯শে জুন এই অভিযান শুরু করা হয় বলে জানান সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান।
তিনি জানান, এ পর্যন্ত হাজারখানেক মোটর সাইকেল যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ কাগজপত্র না পাওয়া মোটর বাইক জব্দ এবং অনিয়ম পাওয়া মোটর বাইকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে নামার পর লক্ষণীয় যে নগরীর বাইক স্টারদের হাতেই যতসব অবৈধ, কাগজপত্রবিহীন চোরাই মোটর বাইক। যাদের বেশিরভাগ কিশোর হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মী পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করে। এদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। হেলমেটবিহীন মোটর বাইক চালান তারা। এসব কিশোর বাইক স্টাররাই নগরীর বিভিন্ন অপরাধে লিপ্ত। অপরাধ কাজে তারা বাইক ব্যবহার করছে বেশি। তাই কিশোর অপরাধ দমনে বাইক স্টারদের বিরুদ্ধে অভিযানে নামে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।  
অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, সিএমপির বাইক স্টারদের বিরুদ্ধে চলা এ অভিযানটি মূলত শুরু হয় নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের হাত ধরে। গত ১৮ই জুন তিনিই প্রথম অভিযান শুরু করেন। অভিযানের চিত্রসহ তিনি নিজের ফেসবুক ওয়ালে সচেতনতামূলক একটি পোস্ট করেন। সেখানে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারী এ অভিযানকে সাধুবাদ জানান।
পোস্টে ওসি মহসীন লিখেন, হর্ন বাজিয়ে, সাপের মতো এঁকেবেঁকে, মরণ গতিতে বাইক চালিয়ে দিন-রাত পাথরঘাটা, জামালখান, কাজীর দেউড়ি, নেভাল দাপিয়ে বেড়াত নয়ন। তার এমন হিরোইজম বাহবাও পেত সবার। সেই হিরোইজম দেখাতেই রমজানে নগরীর জামালখানে বাইক ছুটিয়েছিল সে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ গজ দূরে ছিটকে পড়ে সে। ঘটনাস্থলেই নিহত হয় নয়ন। একই সাথে নিহত হয় মাহবুব-নাসরিন দ¤পতির সব সুখ। তাদের বাসার সামনে এখনও আছে আবদারের সেই বাইক। শুধু নেই নয়ন। এক শখ পূরণেই হরণ হয় তাদের সব সুখ।
মাহবুব-নাসরিন দ¤পতির এই করুণ কাহিনী শোনার পরই পরিকল্পনা করেছিলাম ঈদের পরপরই বাইক স্টারদের বিরুদ্ধে অভিযানে নামব। আজ সেই পরিকল্পনা বাস্তবায়নে রাস্তায় নামলাম। সার্বিক সহযোগিতা করল ট্রাফিক বিভাগও। কিশোর আড্ডাবিরোধী অভিযানের মতো অব্যাহত থাকবে এই অভিযানও। প্রিয় অভিভাবক, সন্তানের প্রতি ভালবাসা দেখান। তবে তা যেন কখনোই মাত্রা না ছাড়ায়। না হলে মাহবুব-নাসরিন দ¤পতির মতো শোকের প্রস্তুতি নিন আপনিও।
এ প্রসঙ্গে ওসি মোহাম্মদ মহসীন বলেন, আমার এই পোস্টটি নজরে আসে সিএমপির উর্ধ্বতন কর্মকর্তাদের। ফলে ১৯শে জুন থেকে নগরীর ১৬টি থানায় বাইক স্টারদের বিরুদ্ধে অভিযানে নামে সিএমপি। অভিযানে গত তিন দিনে কিশোর বাইক স্টারদের কাছ থেকে ৫২টি চোরাই মোটর বাইক জব্দ করা হয়েছে। আর লাইসেন্স না থাকায় এবং কাগজপত্র বৈধ না থাকায় ২৭০টি মোটর বাইকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ওসি মহসীন বলেন, কিশোর বাইক স্টাররা যতক্ষণ পর্যন্ত না শুধরাবে, অবৈধ মোটর সাইকেল চালানো বন্ধ না হবে ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আশা করি মোটর সাইকেল ব্যবহার করে করা অপরাধও এ অভিযানে কমে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status