ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আর্জেন্টিনা এখন ভাগ্যের দিকে তাকিয়ে

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ৩:৩২ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে এখন কেবল ভাগ্যের দিকেই চেয়ে থাকতে হবে আর্জেন্টাইনদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্রয়ের পর বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হার দেখে আর্জেন্টিনা। এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে তাদের। তবুও কিছুটা আশা রয়েছে ম্যারাডোনার উত্তরসুরীদের। এখন তাদের তাকিয়ে থাকতে হবে নাইজেরিয়া-আইসল্যান্ডের দিকে। শুধু এই ম্যাচই নয়, নাইজেরিয়ার বিপক্ষে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতে হবে নিজেদেরও। যদি সব আর্জেন্টিনার পক্ষেই যায় তবেই কিনা দ্বিতীয় পর্বের মুখ দেখতে পারে কোচ হোর্হে সাম্পাওলির শিষ্যরা। এরই মধ্যে আর্জেন্টিনাকে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে পা দিয়েছে ক্রোয়াটরা। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নবাগত আইসল্যান্ড। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করে তাদের পকেটে রয়েছে ১ পয়েন্ট। আর দুই ম্যাচ খেলে সমান ১ পয়েন্ট আর্জেন্টিনারও। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অবস্থানে রয়েছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় নাইজেরিয়ার অবস্থান এখন টেবিলের তলানিতে। এরমধ্যে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আইসল্যান্ড। বিশ্বকাপের নবাগতদের মতো নাইজেরিয়ারও বাকি আরো দুই ২ ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। এ ম্যাচে আইসল্যান্ড জয় পেয়ে আর্জেন্টিনার আশা আরো ফিকে হয়ে যাবে। আর নাইজেরিয়া জয় পেলে আশা অনেকটাই টিকে থাকবে। আর আইসল্যান্ড যদি নাইজেরিয়াকে ১-০ গোলে হারায় তাহলে নিজেদের শেষ ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে জিততে হবে আর্জেন্টিনাকে। এছাড়া শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আইসল্যান্ডকেও হারতে হবে।

তবেই কিনা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান ফুটবলে এমন কিছু চিন্তা করাটাও যে বোকামি সেটা সবারই জানা। তাই আর্জেন্টিনার এখন চেয়ে থাকতে হবে কেবল ভাগ্যের দিকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status