বাংলাদেশ কর্নার

এক ম্যাচে আর্জেন্টিনার যতো লজ্জা

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ২:৩৫ পূর্বাহ্ন

অনেক যদি-কিন্তুর ওপর দাঁড়িয়ে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ ভাগ্য। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা উত্তরটা মিলে যাবে কয়েক দিনের মধ্যেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হারটাই এমন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। এই হারে বেশ কয়েকটা লজ্জার রেকর্ড হয়ে গেছে আলবিসেলেস্তেদের।
এক নজরে দেখে নেয়া যাক সেসব রেকর্ড:
৪৪ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই জয়হীন রইলো আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৭৪’র আসরে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পায়নি লাতিন আমেরিকার দলটি। ঐ আসরে প্রথম ম্যাচে পোল্যান্ডের কাছে ৩-২ গোলে হারের পর ইতালির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। সর্বশেষ ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপের গ্রুপ পর্বে বাদ পড়েছিল আর্জেন্টিনা। প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়ার এমন অভিজ্ঞতা আরো দুবার হয়েছিল তাদের; ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে। সেই লজ্জাটা এখন চোখ রাঙাচ্ছে আর্জেন্টিনাকে। ক্রোয়েশিয়ার বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে হার। আর বিশ্বকাপেও এটা ক্রোয়াটদের কাছে প্রথম হার আকাশী নীলদের। এর আগে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। অন্যদিকে ৫০ বছর পর গ্রুপ পর্বে এত বড় ব্যবধানে হারলো আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৫৮’র বিশ্বকাপে প্রথম রাউন্ডে যুগোস্লাভিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার হয়ে অতোটা সফল নন লিওনেল মেসি। এ নিয়ে বিশ্বকাপে টানা ছয় ম্যাচ ও ৬৪৭ মিনিট গোলখরায় রয়েছেন তিনি। বিশ্বমঞ্চে সর্বশেষ গোলটি করেছিলেন চার বছর আগে, গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে। ঐ ম্যাচে মেসির জোড়া গোলের সুবাদে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছিল আর্জেন্টিনা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status