অনলাইন

‘বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই’

অনলাইন ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১২:৫৭ অপরাহ্ন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি এখন সংলাপ চায়। তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না। আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান। সেই রঙিন খোয়াব আর সফল হবে না। আজ শুক্রবার ধানমণ্ডিতে দলটির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায় সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে। এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে। আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভার বিষয়ে তিনি বলেন, আগামী কাল গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। এতো বড় বর্ধিত সভা আর কখনো হয়নি। সভায় আগাম নির্বাচনে করণীয় বিষয়ে আলোচনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status