বাংলাদেশ কর্নার

সবার দৃষ্টি নেইমারের দিকে

মারুফ কিবরিয়া

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:১০ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপের এবারের আসরে প্রথম ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। সুইসদের ‘নৃশংস কৌশল’ গোল থেকে বঞ্চিত করেছে বারবার। পুরো ম্যাচজুড়ে যতবারই আক্রমণে যান ততবারই বাধা প্রয়োগ করা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। প্রথম ম্যাচের পর ইনজুরিতেও পড়েন নেইমার। এসব নিয়ে বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। তবে সেসব হিসাবনিকাশকে ছাপিয়ে সুখবর হলো বুধবার থেকেই অনুশীলনে ফিরছেন নেইমার। সব ঠিক থাকলে হয়তো আজকের শ্বাসরুদ্ধকর ম্যাচে দেখা মিলতে পারে তার। তাইতো বিশ্বজুড়ে ব্রাজিলিয়ান ভক্তরা তাকিয়ে রয়েছেন নেইমারের দিকে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কোস্টারিকার বিপক্ষে গ্রুপপর্বে খেলতে নামবে ব্রাজিল। পুরো টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচটি ব্রাজিলের জন্য বাঁচা-মরার লড়াই বলা যায়। তাই রাশিয়া বিশ্বকাপ মিশনের আজকের ম্যাচটি ব্রাজিল তথা মার্সেলোদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে নেইমারের উপস্থিতিও কামনা করছেন ফুটবলপ্রেমীরা। অনেক বিশেষজ্ঞের মতে, আজকের ম্যাচে নেইমার খেলতে পারলে ব্রাজিল শিবিরে পূর্ণ চাঙ্গাভাব থাকবে। তাতে আত্মবিশ্বাসটাও থাকবে তুঙ্গে। এদিকে ইনজুরি কাটিয়ে কোস্টারিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তার খেলতে না পারা নিয়ে যে শঙ্কা জেগেছিল, আবার অনুশীলনে ফেরার মধ্য দিয়ে সেই শঙ্কা মুছে গেছে অনেকটাই। তাছাড়া নেইমার মুখের ভাষাতেই বুঝিয়ে দিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে তিনি খেলবেন। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মাত্রাতিরিক্ত ফাউলের শিকার নেইমার মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়াই ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে শঙ্কার বীজ বুনে দিয়েছিল, কোস্টারিকার বিপক্ষে নেইমার খেলতে পারবেন তো! সেই শঙ্কা আরো গাঢ় হয় মঙ্গলবার অনুশীলন ছেড়ে চলে যাওয়ায়। তবে গতকাল বুধবারই আবার অনুশীলনে ফিরেছেন নেইমার। শুধু ফেরার জন্য ফেরা নয়, কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি সামনে রেখে পিএসজি তারকা সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন পুরোদমে। অনুশীলনে নেইমারের মধ্যে কোনো রকম জড়তা ছিল না বলেই জানা গেছে। যার অর্থ একটাই, কোস্টারিকার বিপক্ষে খেলতে তার কোনো সমস্যা নেই। তিনি খেলবেন। ব্রাজিল জাতীয় দলের পক্ষ থেকে নেইমারের খেলার বিষয়ে নিশ্চিত ঘোষণা দেয়া হয়নি। তবে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন নিজেদের অফিসিয়াল টুইটার পেজে একটা পোস্টের মাধ্যমে নেইমারের অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টটিতে নেইমারের অনুশীলনের ভিডিও আপ করেছে তারা। পোস্টের নিচে ক্যাপশনে লিখেছে, ‘সোচিতে এই বুধবার সে অনুশীলন করেছে। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি হিসেবেই কঠোর অনুশীলন করে যাচ্ছে দল।’ ব্রাজিল ফুটবল কনফেডারেশনের এই টুইটই বলছে, নেইমারের খেলার বিষয়ে আত্মবিশ্বাসী তারা। নেইমারের কণ্ঠেও মাঠে নামার স্পষ্ট ইঙ্গিতই। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি নিয়ে কথা বলতে গিয়ে তিনি শুনিয়েছেন আত্মবিশ্বাসী গান। স্পষ্ট করেই বলেছেন, ‘আশা করি প্রথম ম্যাচের চেয়ে আমরা ভালো খেলবো এবং জয় পাবো। কোস্টারিকার খেলার ফুটেজ আমরা দেখেছি। তবে নিজেদের খেলাটা খেলতে পারাটাই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো সেরা খেলাটা খেলতে।’
বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলার জন্য প্রস্তুত নেইমার এমনটা বলছে বিশ্ব গণমাধ্যমগুলোও। মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কোস্টারিকার বিপক্ষে খেলতে নেইমারের কোনো সমস্যা নেই। তিনি এখন সম্পূর্ণ ফিট’। ব্রাজিল ফুটবল টিমের অনুশীলনের একটি ভিডিওর বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বুধবার প্রকাশ করেছে, ব্রাজিলের অনুশীলনে নেইমার ফিরেছেন। পুরোপুরি ফিট থাকলে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবেন ২৬ বছর বয়সী এই তারকা খেলোয়াড়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status