খেলা

রোনালদোর জার্সি চেয়ে বিপাকে রেফারি

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:০২ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাজিক চলছেই। বুধবার মরক্কোর বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তার গোলেই জয় পেয়েছে পর্তুগাল। তার এমন পারফরম্যান্সে শুধু সমর্থকরাই নন, খোদ রেফারিও মুগ্ধ হয়েছেন। নিজের মুগ্ধতা চেপে না রাখতে পেরে রোনালদোর কাছে চেয়েছেন তার জার্সি। রেফারির এমন আবদার নিয়ে গোটা ফুটবল বিশ্বে এখন সমালোচনার ঝড় চলছে। বুধবার ম্যাচশেষে মরক্কোর ফুটবলার নূরদিন আমরাবাত এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আমি আসলে জানি না সে (রেফারি) কেন এমন ব্যবহার করেছেন। কিন্তু এটা বোঝাই গেছে তিনি রোনালদোর প্রতি মুগ্ধ। প্রথমার্ধের খেলা শেষে তিনি (রেফারি) পেপের কাছে রোনালদোর জার্সি চেয়েছেন। আমরা কেন এসব নিয়ে কথা বলছি? এটা একটা বিশ্বকাপ, সার্কাস নয়। ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের মার্ক গিগার। এ বিষয়ে তিনি বলেন, যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি রোনালদোর জার্সি চেয়েছি। তাহলে আমি আর এই বিশ্বকাপে কোনো ম্যাচেই দায়িত্ব পালন করবো না। আর এ ঘটনার জন্য ফিফা আমাকে যে শাস্তি দেয় তা আমি মেনে নিবো। এমন ঘটনার পর অনেকেই এ ম্যাচে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাশিয়া বিশ্বকাপের আগে রোনালদোর বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই গিয়েছিল। কারণ, আগের তিন বিশ্বকাপে মাত্র তিনটি গোল করেছেন এই পর্তুগাল তারকা। গত ১৫ই জুন নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন রোনালদো। ইতিহাসের চতুর্থ ফুটবলার হয়ে চারটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status