খেলা

ম্যারাডোনার চেয়ে মেসি এক আলোকবর্ষ এগিয়ে

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

ক্লাব ফুটবলে দু’জন একে অপরের ‘শত্রু’। তবে কে সেরা? এমন প্রশ্নে ডিয়েগো ম্যারাডোনার চেয়ে লিওনেল মেসিকে বেশ এগিয়ে রাখলেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের স্প্যানিয়ার্ড ডিফেন্ডার সার্জিও রামোস বলেন, ‘ম্যারাডোনার চেয়ে এক আলোকবর্ষ এগিয়ে রয়েছে মেসি’। বিশ্বকাপ এলেই তুলনা হয় ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মধ্যে। আর্জেন্টাইন এই দুই মহাতারকা কে কার চেয়ে এগিয়ে, এই প্রশ্ন উঠে আসে অবধারিতভাবেই। মেসি ক্লাব ক্যারিয়ারে সম্ভব-অসম্ভব প্রায় সবকিছুই জিতেছেন। ব্যালন ডি’অর পুরস্কার পেয়েছেন পাঁচবার। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে কিছুই করতে পারেননি। অন্যদিকে ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়ে আর্জেন্টাইন কিংবদন্তির তালিকায় উঠে গেছেন ম্যারাডোনা। ক’দিন আগে এক প্রশ্নে বিনয়ী লিওনেল মেসি নিজেও বলেন, ‘১০০ বছর খেললেও আমি ম্যারাডোনার সমকক্ষ হতে পারবো না।’ অনেকেই বলেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারলেই ম্যারাডোনার সঙ্গে একই বিন্দুতে মিলবেন মেসি। স্পেন তারকা সার্জিও রামোস অবশ্য তেমনটা মনে করেন না। স্পেন দলের অধিনায়ক রামোস বলেন, ‘সেরা হতে মেসিকে বিশ্বকাপ জেতার দরকার নেই। সে এমনিতেই আর্জেন্টিনার ফুটবলের সেরা তারকা। সবাই জানে, ম্যারাডোনার চেয়ে মেসি এক আলোকবর্ষ এগিয়ে।’ মেসিকে এগিয়ে রাখলেও ম্যারাডোনার প্রতি রামোসের রয়েছে গভীর শ্রদ্ধা। স্প্যানিয়ার্ড ডিফেন্ডার বলেন, আমি ম্যারাডোনাকে অসম্ভব শ্রদ্ধা করি। তিনি ছিলেন দুর্দান্ত এক ফুটবলার। তারপরেও আমি মেসিকে ম্যারাডোনার চেয়ে এগিয়ে রাখবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status