খেলা

বাংলাদেশে ফুটবল উন্নয়নে সহায়তা দেবে ব্রাজিল

কূটনৈতিক রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:০১ পূর্বাহ্ন

তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিল সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জোয়া তুবজারা ডি পৃষ্ঠা ১৭ কলাম ৪
অলিভিয়ার জুনিয়র। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে সচিবালয়ে এক বৈঠকে তিনি এ সহায়তা প্রদানের আশ্বাস দেন। রাষ্ট্রদূত বাংলাদেশে ফুটবল একাডেমি স্থাপন এবং ব্রাজিলিয়ান কোচদের দিয়ে প্রশিক্ষণ প্রদানের আগ্রহের কথাও জানান। এ সময় ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম, অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ এবং যুগ্ম সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। ঢাকা সফররত ব্রাজিলের সাংবাদিকদের একটি দল বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও ব্রাজিলের বিশাল সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ড তুলে ধরতে কাজ করছেন। তারাও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। উল্লেখ্য, একদিন আগে সফররত ব্রাজিলের গ্লোবো টিভির ৩ সাংবাদিকের সংবাদ সম্মেলনেও রাষ্ট্রদূত এমন সহায়তা দেয়ার কথা জানিয়েছিলেন। সেই সময় তিনি এও বলেন- বিশ্বকাপ শেষ হওয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকো বাংলাদেশ সফরে আসছেন। তার সফরে এ নিয়ে সরকার ও ফুটবল ফেডারেশনের সঙ্গে বিস্তৃত আলোচনা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status