বাংলাদেশ কর্নার

‘রোনালদো পুরনো মদের মতো’

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:০০ পূর্বাহ্ন

পর্তুগালের এক ধরনের বিশেষ মদকে বলা হয় পোর্ট ওয়াইন। যা বাংলায় পুরনো মদ নামে আখ্যায়িত করা যায়। এটা খোলার পর যত সময় যায়, তার স্বাদও তত বেশি বাড়ে। ক্রিস্টিয়ানো রোনালদোকেও এ পুরনো মদের সঙ্গে তুলনা করলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। তিনি বলেন, ক্রিস্টিয়ানো পুরনো মদের মতো। দিন দিন যেন তার পারফরম্যান্সের ধার আরো বাড়ছে। বয়সের সঙ্গে সঙ্গে বদলেছে সে। সে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়েছে। সে একই রকমভাবে খেলছে না। রোনালদো আগের চেয়ে আরো উন্নতি করছে। সমসাময়িক অন্য খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে। নিজের সামর্থ্য সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা রয়েছে এবং সে জানে তাকে কী করতে হবে। তিন-চার বছর আগের রোনালদোর চেয়ে এখন সে আরো বেশি পরিণত। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। রোনালদো এবারের বিশ্বকাপে অংশ নিয়েছেন ৩৩ বছর ছাড়িয়ে। দুই ম্যাচে চার গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ২০১০’র বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে তার হ্যাটট্রিকে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। পরের ম্যাচে রোনালদোর একমাত্র গোলে মরক্কোকে হারিয়ে নকআউট পর্বে উঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখলো ইউরো চ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে পর্তুগালের জয়ের ম্যাচে দারুণ এক কীর্তি গড়েন রোনালদো। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ছয় গোল করেন এই পর্তুগিজ তারকা। এই কীর্তি গড়ে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে স্পর্শ করেন তিনি। এবারের বিশ্বকাপে চার এবং এর আগের তিন বিশ্বকাপে তিন গোল করেছিলেন তিনি। ধারাবাহিক চার বিশ্বকাপ আসরে গোল করে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এ ছাড়া হাঙ্গেরির সাবেক ফুটবলার ফেরেঙ্ক পুসকাসের ৮৪ গোলকে পেছনে ফেলে ৮৫ গোল নিয়ে ইউরোপিয়ান ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ড গড়েন তিনি। আর দেশের হয়ে ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক গোলদাতাও রোনালদো। এ রেকর্ড গড়তে পর্তুগালের হয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৫২টি। দেশের জার্সি গায়ে সর্বাধিক ১০৯ গোলের রেকর্ড রয়েছে ইরানি ফুটবলার আলী দাইয়ির। ইরানের জার্সি গায়ে তিনি ১৪৯ ম্যাচ খেলেন। এবারের বিশ্বকাপে আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে পর্তুগাল। ইরান তাদের প্রথম ম্যাচে মরক্কোকে ১-০ গোলে হারায়। আর পরের ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায়। এ ম্যাচে জয়ী দলই পরবর্তী রাউন্ডে খেলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status