বাংলাদেশ কর্নার

সমর্থকদের ‘সমকামী স্ল্লোগানে’ মেক্সিকোর জরিমানা

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৫৮ পূর্বাহ্ন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দারুণ ছন্দে রয়েছে মেক্সিকো। আর এরই মধ্যে অস্বস্তিকর খবর পেলো উত্তর আমেরিকার দেশটি। ম্যাচে সমর্থকদের সমকামী স্লোগানের কারণে মেক্সিকান ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। ১০ হাজার সুইস ফ্রাঙ্ক (৭৬০০ পাউন্ড) জরিমানা গুনছে মেক্সিকান ফুটবল ফেডারেশন। রোববার ‘এফ’ গ্রুপের ম্যাচে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে মেক্সিকো। ১৯৮৫’র পর এই প্রথম জার্মানির বিপক্ষে জয় পেয়েছে তারা। কিন্তু এই আনন্দ কিছুটা বিবর্ণ হয়ে যায় এদিন মাঠে তাদের কিছু সমর্থকের আক্রমণাত্মক আচরণের কারণে। ম্যাচের ২৪ মিনিটে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার যখন গোল কিক নিতে যান, তখন গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করে, যা ফিফার আচরণবিধির পরিপন্থি। নয়্যারকে উদ্দেশ্য করে মেক্সিকান সমর্থকরা বলে ওঠেন ‘ফুটো’।
স্প্যানিশ ভাষায় যার অর্থ পুরুষ যৌনকর্মী। এ ঘটনায় বুধবার ফিফার ডিসিপ্লিনারি কমিটি দেশটির ফুটবল ফেডারেশনকে জরিমানা করে এবং সেই সঙ্গে সতর্ক করে দেয়। এক বিবৃতিতে ফিফা বলে, ডিসিপ্লিনারি কমিটি মেক্সিকান ফুটবল ফেডারেশনকে সতর্ক করেছে এবং বিধি লঙ্ঘন করলে আবার শাস্তির মুখে পড়তে হবে তাদের। এদিকে সমর্থকদের আচরণের কারণে একই শাস্তির মুখে পড়তে হয়েছিল সার্বিয়াকেও।
কোস্টারিকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচে সার্বিয়ার সমর্থকরা আক্রমণাত্মক ও রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছিল। এই ঘটনায় সার্বিয়াকেও ১০ হাজার ফ্রাঙ্ক জরিমানা করেছিল ফিফা। ওই ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারায় সার্বিয়া। এদিকে সমর্থকদের এমন সমকামী স্লোগান না দিতে অনুরোধ জানিয়েছেন মেক্সিকোর ফুটবল তারকা মার্কো ফাবিয়ান। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status