বাংলারজমিন

রিমান্ড আবেদনের শুনানি ২৫শে জুন

খুলনায় হত্যাচেষ্টা মামলায় শ্রমিক লীগ নেতা শাহ আলম কারাগারে

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৫০ পূর্বাহ্ন

খুলনা মহানগরীর নতুন বাজার মোড়ের বাঁশপট্টি এলাকার তিন যুবককে হত্যাচেষ্টা মামলার আসামি শ্রমিক লীগ নেতা শাহ আলম (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে মহানগর হাকিম মো. শাহীদুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৫শে জুন দিন নির্ধারণ করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ১৭ই জুন রাত সাড়ে ১০টার দিকে নতুন বাজার মোড়স্থ বাঁশপট্টি মাসুম বাবুর অফিসের সামনে দাঁড়িয়ে ছিল মো. মিঠুন শেখ, হৃদয় হোসেন ওরফে বাবু ও মো. দুলাল হোসেন। এ সময় শ্রমিক লীগ নেতা শাহ আলমসহ ৩০-৩৫ জন সন্ত্রাসী পূর্বশত্রুতার জেরে মিঠুন, দুলাল ও হৃদয়-এর ওপর হামলা চালায়। তারা চাপাতি ও গুপ্তি দিয়ে মিঠুন, দুলাল ও হৃদয়কে হত্যার উদ্দেশ্যে বুকে পেটে আঘাত করে। পরে তারা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে রেখে চলে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন তিনজনকে উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মিঠুন, দুলালের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মিঠুনের স্ত্রী আম্বিয়া বেগম ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে খুলনা থানায় মামলা করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই অজিত কুমার দাশ জানান, বুধবার সকালে এ মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status