দেশ বিদেশ

সরকারিকরণ করতে আরো ৯২ হাইস্কুলের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৪৪ পূর্বাহ্ন

দেশের ৪২ জেলায় আরো ৯২ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব বিদ্যালয়ের বিরুদ্ধে কোনো মামলা ও অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশ থেকে এ তথ্য জানা যায়। সম্প্রতি প্রধানমন্ত্রী এসব বিদ্যালয় সরকারিকরণ করতে সম্মতি দিয়েছেন। তাই এ ৯২টি বিদ্যালয় জাতীয়করণের বিরুদ্ধে আদালতে কোনো মামলা বা অভিযোগ আছে কি-না সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)কে বিস্তারিত তথ্য পাঠাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত ওই আদেশে এসব হাইস্কুলোর বিষয়ে জরুরিভিত্তিতে তথ্য পাঠাতে বলা হয়েছে। এ ব্যাপারে মাউশি’র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর আবদুল মান্নান বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী এ ৯২টি বেসরকারি বিদ্যালয় সরকারিকরণ করতে সদয় সম্মতি প্রদান করেছেন। এখন এসব বিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে কোনো মামলা কিংবা জাতীয়করণের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে এ বিষয়টি মীমাংসা হওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status