বাংলারজমিন

সিলেটে কবিগুরুর ভাস্কর্য সরানোর দাবি আলেম সমাজের

স্টাফ রিপোর্টার, সিলেট থেক

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৪০ পূর্বাহ্ন

সিলেটের মাছিমপুরে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য স্থাপন করায় সিলেটের আলেম-ওলামাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ঘোষণা দিয়েছেন- পুণ্যভূমি সিলেটে ভাস্কর্য স্থাপন মেনে নেবেন না। এ জন্য তারা যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি। গেল রমজান মাসে মাছিমপুরে এই ভাস্কর্যটি স্থাপন কাজ শেষ হওয়ার পর সেটি উদ্বোধন করেছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধনের পর থেকে আলেম সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। আর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন- হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) পুণ্যভূমি সিলেটের কোনো স্থানেই পৌত্তলিকতার প্রতীক ভাস্কর্য মেনে নেয়া হবে না। অতীতে যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভাস্কর্য প্রতিহত করা হয়েছে মাছিমপুরের রবীন্দ্র ভাস্কর্য প্রত্যাহারের তুমুল গণআন্দোলন করতে হবে। প্রিন্সিপাল হাবীব আরো বলেন, পুণ্যভূমি সিলেটের ঐতিহ্য রক্ষার্থে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত রয়েছে। তিনি অনতিবিলম্বে ভাস্কর্য প্রত্যাহারের জোর দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ নগরীর মাছিমপুরে রবীন্দ্রনাথের ভাস্কর্য প্রত্যাহারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর জননেতা প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের সঙ্গে তার প্রাতিষ্ঠানিক কার্যালয়ে মতবিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা খায়রুল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ মমশাদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা মোশতাক আহমদ চৌধুরী প্রমুখ। এদিকে সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৩শে জুন বিকাল ৫টার সময় মহানগর জমিয়ত কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিকে জমিয়তুল উলামার সিলেট জেলা সাধারণ সম্পাদক শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জী বলেছেন, শাহজালালের এ পুণ্যভূমি সিলেট ভাস্কর্যের নামে কোনো মূর্তি স্থাপনকে বরদাশত করবে না। এদিকে- ভাস্কর্যের নামে স্থাপিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটি সরিয়ে ফেলার জন্য আরো বিবৃতি দিয়েছেন- বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম, মহানগর সভাপতি শায়খ আব্দুর রউফ, মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা বদরুল হাসান রায়গড়ী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status