বাংলারজমিন

খালেদার মুক্তি দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ, পুলিশের বাধা

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৩৪ পূর্বাহ্ন

ফেনীতে পুলিশের ধাওয়া, গুলি, আহত ৫

ফেনী প্রতিনিধি: ফেনীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করেছে। এসময় ছত্রভঙ্গ করতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। পুলিশের ধাওয়ায় আহত হয়েছে অন্তত ৫ জন নেতা-কর্মী। পুলিশ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার বলেন, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোনাগাজী ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন, সোনাগাজী পৌর ছাত্রদলের নজরুল ইসলাম রিংকু, দাগনভুইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সুমন, দাগণভূইয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পিন্টুসহ অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে পুলিশ সুমন, রিংকু ও কামরুলসহ ৫ জনকে আটক করেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবি জানান। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ভাংচুর ও নাশকতা চেষ্টাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ রাউন্ড গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চরছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটে মিছিল করতে পারেনি বিএনপি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে কর্মসূচি পালন করতে পারেনি। গতকাল বিকালে পুলিশের বাধার মুখে তারা কর্মসূচি সংক্ষিপ্ত করেই মাঠ ছেড়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ফলে এখন নগর এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এরই মধ্যে বিএনপি কেন্দ্রীয় ভাবে সারা দেশে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচি পালন করতে গতকাল বিকাল ৩টায় সিলেট জেলা বিএনপির নেতাকর্মীরা রেজিস্ট্রারি মাঠে জড়ো হন। এ সময় সিলেটের কোতোয়ালি থানার ওসি মোশারফ হোসেন গিয়ে বিএনপি নেতাদের জানান- নির্বাচনী তফশিল অনুযায়ী তারা কোনো কর্মসূচি পালন করতে পারেন না। এ ব্যাপারে বিধি নিষেধ রয়েছে। পুলিশের নিষেধের কারণে বিএনপি মিছিল না করে সিলেটে সমাবেশ করে। আর সমাবেশে শুধু মাত্র জেলা সভাপতি আবুল কাহের শামীম বক্তব্য রাখেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। এদিকে- ছাত্রদলের নেতাকর্মীরা সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে। বিকাল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মিছিল শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির সদ্য পদত্যাগী সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মাশরুর রাসেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, সহসভাপতি শিহাব খান, সহসভাপতি সোহেল রানা, যুগ্ম সম্পাদক সোহেল ইবনে রাজা, যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহসাংগঠনিক মহিবুল মজিদ চৌধুরী মহিব প্রমুখ।

মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল। গতকাল দুপুরে শহরের শাহ মোস্তফা সড়ক থেকে মিছিল শুরু হয়ে চৌমহনা এলাকায় গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সিনিয়র ছাত্রনেতা জাকির হোসেন, মামুন পারভেজ, সাহান আহমেদ, মাজেদ হাসান ঝুমা, জসিম তালুকদার, নাঈম আহমেদ, আইনুল ইসলাম, মামুন আহমেদ, হোসাইন আহমেদ, মুরাদ আহমেদ, কলেজ ছাত্রনেতা জনি আহমেদ, টিপু আহমেদ, জাফর হোসাইনসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতাকর্মীরা।

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা এসোসিয়েশন হল (জেলা প্রেস ক্লাব) প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। তবে ব্যাপক পুলিশি বাধার মুখে মিছিলটি এসোসিয়েশন হলের সীমানা পার হয়ে রাস্তায় উঠতে পারেনি। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আবু বক্কার সিদ্দিক আবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহ-সভাপতি খায়রুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর থানা বিএনপি’র প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিটু।

পটুয়াখালী
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফলের নগরের হাটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাউফলের নগরের হাটে স্থানীয় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিসুর রহমান আনিস। বিক্ষোভ মিছিল শেষে নগর হাট গ্রামীণ ব্যাংক প্রাঙ্গণে স্থানীয় বিএনপি নেতা মো. শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন, ইঞ্জিঃ মো. মাহাবুব, যুবদল নেতা মনির খান, মো. তারেক, ছাত্রদল নেতা সুজন মৃধা, মো. শফিকুল ইসলাম, মো. সাগর প্রমুখ।

বান্দরবানে পুলিশি বাধা, আটক ৬
বান্দরবান প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সু-চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয় এবং ৬ জনকে আটক করে পুলিশ। নেতাকর্মী ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে বান্দরবান জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাজারের ৩নং গলিতে নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হলে পুলিশ তাদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ ২০ জন নেতাকর্মী আহত হন। এ সময় ৬ জন বিএনপির নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

নাটোরে পুলিশি বাধা
নাটোর প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে পুলিশি বাধার মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল ১১টার দিকে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন। এ সময় মিছিলটি দলীয় কার্যালয়ের দিকে আসার চেষ্টা করলে পিডিবি কার্যালয়ের কাছে প্রধান সড়কে উঠতে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা।

লক্ষ্মীপুর  
লক্ষ্মীপুর প্রতিনিধি: খালেদা জিয়ার মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সহ-সভাপতি ছায়েদুর রহমান ছুট্টু, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, যুবদল নেতা খালেদ মোহাম্মদ আলী কিরন ও সৌরভ হোসেন ভুলু প্রমুখ।

বরগুনা
বরগুনা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বরগুনায় গতকাল সকালে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ হালিম। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম মাইনদ্দিন, হাবিবুর রহমান পান্না, তরিকুজ্জামান টিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন প্রমুখ।

সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধি: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল সকাল সাড়ে ১১টায় এ বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের পুরাতন বাসস্টেশন থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি স্টেশন রোডের কামারখাল কালভার্ট এলাকায় পুলিশি বাধার সম্মুখীন হয়। বাধাস্থলেই পথসভা করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আনিসুল হক, নাদের আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status