বাংলারজমিন

গোয়াইনঘাটে জেলা প্রশাসকের মতবিনিময়

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, গোয়াইনঘাটের মানুষের মৌলিক ও জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তা দ্রুততায় বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আগে এখানকার জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করুন, তারপর তা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে সরকার প্রস্তুত রয়েছে। জনগণের সমস্যা এখন যেকোনো প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। তিনি গোয়াইনঘাটে বিদ্যমান সমস্যা নিরূপণের পাশাপাশি এ উপজেলায় সরকারের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো জনগণের সামনে তুলে ধরতে জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামান, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট প্রেস ক্লাব সভাপতি এম এ মতিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুছ সালাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিনসহ বিভাগীয় কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status