বাংলারজমিন

চৌদ্দগ্রামে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায়
দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
এ সময় স্থানীয় আ’লীগ কার্যালয়সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দেবীপুর ও সোনাপুর গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের তৃতীয় দিন সোমবার রাতে সোনাপুর গ্রামের সিএনজিচালক আহসান উল্যাহ বাড়ি যাওয়ার পথে দেবীপুরের বখাটে কয়েকজন যুবক সিএনজি আটকে রাখে। এ সময় চালক আহসান উল্যাহ ও তার ভাগিনা রিপনকে মারধর করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই ঘটনা সমঝোতার চেষ্টা করলে নূর মোহাম্মদ, আবদুল মমিন, মোহাম্মদ উল্যাহ এবং আহসান উল্যাহর বাড়ি ভাঙচুর-লুটপাট করে দেবীপুর গ্রামের যুবকরা। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনিয়ে বুধবার বিকালে ইউপি কার্যালয়ে উভয় পক্ষের সালিশ বৈঠক থাকলেও দুপুরেই দেবীপুরের যুবকরা সোনাপুর গ্রামে গিয়ে আরিফুর রহমান মুসা, শাহ পরান ও জাহিদকে মারধর করে। পরবর্তীতে দেবীপুর থেকে সোনাপুর যাওয়ার পথে আনোয়ার হোসেন ও এয়াকুব নামে আরও দুইজনকে মারধর করে। তাৎক্ষণিক উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। রাতে দেবীপুরের লোকজন মাইকে ঘোষণা দিয়ে সোনাপুর গ্রামে গিয়ে স্থানীয় আ’লীগ কার্যালয় ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ফরিদ, ইউনুছ, শামিম, ফারুক, রিপন, জাহাঙ্গীরসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের পৃথক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫ জনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গতকাল দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত ন্যক্কারজনক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যারা এ ঘটনা ঘটিয়েছে-উভয় গ্রামের কাউকে ছাড় দেয়া হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status