বাংলারজমিন

যোগাযোগ বিচ্ছিন্ন আশিদ্রোন ইউপি’র ১০ গ্রাম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

উজানের পানি ও পাহাড়ি ঢল নেমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের উদনারপাড় এলাকায় সড়ক ধসে শহরের সঙ্গে ১০ গ্রামের যান-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে বয়ে আসা উদনা ছড়ার পাড় ভেঙে গতিপথ হারিয়ে গ্রামের ভেতর প্রবল বেগে পানি প্রবেশ করে শহরের সঙ্গে যোগাযোগের প্রধান রাস্তাটি ধসে পড়েছে বলে স্থানীয়রা জানান। এতে উদনারপাড় গ্রাম ও আশপাশের ভূজপুর, মতিগঞ্জ, নওয়াগাঁও, কাজিরগাঁও, রসুলপুর, ডোবাগাঁও, জিলাদপুরসহ ১০ গ্রামের বাসিন্দারা পড়েছেন বিপাকে।
গতকাল সকালে সরজমিন গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল থেকে মতিগঞ্জ হয়ে ভূজপুর যাওয়ার পথে আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকা উদনারপাড় গ্রামের প্রধান সড়কটির মধ্যভাগ বরাবর প্রায় ১২ ফুট জায়গা জুড়ে ভেঙে গেছে। ফলে পথ ও যান চলাচলে অচলাবস্থা দেখা দিয়েছে। অত্যন্ত নাজুক পরিস্থিতিতে এ রাস্তায় মারাত্মক ভোগান্তি নিয়ে গ্রামবাসীরা শহরের সঙ্গে যোগাযোগ করছেন। স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া ও এলাকাবাসী মিলে স্ব-উদ্যোগে স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীদের পথ চলাচলের সুবিধা করে দেয়ার লক্ষ্যে ভাঙার পাশ ঘেঁষে মাটির বস্তা ফেলে পায়ে চলার রাস্তা তৈরি করে দিয়েছেন।
সুরঞ্জিত সূত্রধর, রঞ্জিত মালাকার, রফিক মিয়া, আনোয়ার হোসেন, মনির মিয়াসহ অনেকেই জানান, এই স্থানে পূর্বে একটি পাকা ব্রিজ ছিল। বেশ কয়েক বছর আগে একই ঘটনায় এখানে পানি উঠে গিয়ে ব্রিজটি ধসে পড়ে। তারপর থেকে এখানে মাটি ভরাট করে সরাসরি রাস্তা নির্মাণ করা হয়। এবছর ঈদুল ফিতরের আগের দিন গত ১৫ই জুন শুক্রবার উদনা ছড়ার পানি বেড়ে গিয়ে গ্রামের ভেতর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে। ফলে রাস্তাটিতে বড় আকারের ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও রাস্তা মেরামত ও সংস্কারের জন্য বছর বছর এ সড়কে কাজ করা হলেও ঠিকাদারদের দুর্নীতি ও টেকসই কাজের অভাবে কিছুদিন পরপরই সড়কটির বিভিন্ন স্থানে ছোট বড় অনেক ধরনের ভাঙন দেখা দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, আমরা এই ভাঙন এলাকায় কালভার্ট নির্মাণের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। এখন আপাতত চলাচলের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status