বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

স্টাফ রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

খুলনায় ৫
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে: খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে ১৫-২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ওই এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন-কয়রার কালনা গ্রামের শাহিনুর গাজী, মোস্তফা গাজী ও শরীফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে একটার দিকে বাসটি (সাতক্ষীরা-জ ১৪-০০৮৮) অতিরিক্ত যাত্রী নিয়ে পাইকগাছা থেকে খুলনায় আসছিল। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এলে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। বাসের সকলেরই কমবেশি আহত হয়েছেন। বাসটিতে আসা অধিকাংশ যাত্রী ছিল শ্রমিক। তারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, ‘দুর্ঘটনাকবলিত বাসটি কয়রা থেকে যাত্রী নিয়ে খুলনায় আসছিল। মৌমিতা পরিবহন নামের বাসটির নম্বর সাতক্ষীরা জ-০৪-০০৮৮। বাসটি বরাতিয়া এলাকায়  পৌঁছালে ব্রেক ফেল হয়। এ সময় চালক বাসটির নিয়ন্ত্রণ হারায়। ফলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়।
করিমগঞ্জে হেলপার
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে: করিমগঞ্জে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার চামড়াবন্দর-করিমগঞ্জ সড়কের দেহুন্দা ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম হেলাল মিয়া (৩০)। তিনি ভোলা সদরের ইসমাঈল মিয়ার ছেলে।
পাকুন্দিয়ায় ১
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ঈদ শেষে কাজে ফেরার জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুছ ছাত্তার, তাঁর স্ত্রী জড়িনা খাতুন ও কন্যা সীমা আক্তার। নান্দাইল থেকে ছেড়ে আসা একটি পিকআপে হোসেনপুর থেকে ওঠেন আবদুছ ছাত্তার এর পরিবারসহ আরও কয়েকজন। তাদের সবাই ঈদ করতে বাড়িতে এসেছিলেন। ঈদের আনন্দ উপভোগ শেষে বৃহস্পতিবার সকালে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু কে জানত, ঈদের আনন্দ শেষ হতে না হতেই শোকে কাতর হতে হবে তাদেরকে। ওই পিকআপটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল সাড়ে ১০টার দিকে পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া-মির্জাপুর-ঢাকা সড়কের মরুরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৫৬৫) একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান পিকআপ যাত্রী জরিনা খাতুন।
ভোলায় ২
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-চরফ্যাশন মহাসড়কে তৈলের ট্যাংকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মনসুর আলী (৪৫) ও শিশু সিয়াম (৪)। গুরুতর আহতরা হলেন-  শারমিন বেগম (২৬), মাসুদ (৩০), সেলিম (৪৫), সালমা (২৫), নূরজাহান (৩৫), ইরানি (৭), শাকিল (২০) ও বায়জিদ (২)। গতকাল সকাল ৮টায় চরফ্যাশন ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
ফেনীতে ২
ফেনী প্রতিনিধি: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক ও এক ভ্যান চালক নিহত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে ফেনী-মাইজদী মহাসড়কের দাগনভূইয়ার সিলোনীয়া ফিলিং স্টেশনের সামনে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মজিবুল হক (৫৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ায় বাস চাপায় এক ভ্যান চালক (অজ্ঞাত) নিহত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status