দেশ বিদেশ

একতরফা নির্বাচন করতেই আওয়ামী লীগের নির্বাচনকালীন সরকার: ফখরুল

স্টাফ রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:১৭ পূর্বাহ্ন

বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচনের পরিকল্পনা থেকেই আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন- ‘নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। অক্টোবর মাসে সম্ভাবনা বেশি। হয়ে যাবে, আমাদের নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার, টরকার। বিএনপি না এলে কি নির্বাচন থেমে থাকবে?’ বিএনপি মহাসচিব বলেন, এটাই তো তারা (সরকার) চায়। বিএনপি না আসুক, অন্যান্য দলগুলো দুই একটা যেটা আনা হয়েছে, তারা আসুক। বিএনপিবিহীন একতরফা নির্বাচন অনুষ্ঠানেই বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচনকালীন সরকারের কথা বলছে আওয়ামী লীগ। ‘১৬ই জুন সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে জাতীয় ক্লাবে বিএফইউজে ও ডিইউজে- একাংশের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠনের ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ অভিযোগ তুলেন। মির্জা আলমগীর বলেন, গণতান্ত্রিক দল হিসেবে অবশ্যই আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনটা অবশ্যই নির্বাচনের মতো হতে হবে। আপনারা ক্ষমতায় থাকবেন, হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াবেন। বিরোধী দলকে একটা কথাও বলতে দেবেন না, ধরে ধরে জেলে পুরবেন- সে রকম হলে তো নির্বাচন হবে না। মির্জা আলমগীর বলেন, নির্বাচনের সমান্তরাল মাঠ তৈরি করতে হবে। বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি অনুযায়ী নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে- এটার কোনো বিকল্প নেই। সংসদ ভেঙে দিতে হবে। সবার আগে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এদিকে নির্বাচনকালীন সরকার আকারে ছোট হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তখন মন্ত্রিসভা ছোট হবে, তখন ঢাউস মন্ত্রিসভার প্রয়োজন নেই। মেজর কোনো পলিসি বা ডিসিশন নিতে পারবে না, সেই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে।’ অন্যদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে বিএনপি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে নির্বাচনে না যাওয়ার ঘোষণা রয়েছে তাদের। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, গাজীপুর সিটি নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। মির্জা আলমগীর বলেন, একদলীয় বাকশাল থেকে বর্তমান অবস্থা আরো ভয়াবহ। দেশনেত্রী খালেদা জিয়াকে সমপূর্ণ অন্যায় ও বেআইনিভাবে শুধুমাত্র আদালতকে ব্যবহার করে আটকে রাখা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেন, দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব আছে। যেমন ধরুন, কোনো কোনো স্পর্শকাতর সংবাদ প্রকাশ করা যাবে না। যেটা আমরা বিডিনিউজের ক্ষেত্রে দেখতে পেয়েছি। ... বিডিনিউজ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল। এই হচ্ছে সংবাদমাধ্যমের অবস্থা। এরকম সংবাদ মাধ্যম থাকলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনগণ। তারা প্রকৃত তথ্য জানতে পারে না। তারা চতুর্থ স্টেটের দায়িত্ব পালন করতে পারে না। সভাপতির বক্তব্যে বিএফইউজে (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ১৯৭৮ সাল থেকে এই দিবসটি সাংবাদিক সমাজ পালন করে আসছে। আমরা বাংলাদেশের সাংবাদিকরা প্রতিদিনই কালো দিবস পালন করছি। চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, দিগন্ত টিভি ও অসংখ্য প্রোগ্রাম বন্ধ করা হয়েছে। অসংখ্য পত্রিকা বন্ধ করা হয়েছে। সাগর-রুনিসহ এ পর্যন্ত অন্তত ৩০ জন সাংবাদিক খুন হয়েছেন। একটিরও বিচার হয়নি। মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে। এভাবে চলতে পারে না। আমাদের অবশ্যই মাঠে নামতে হবে, প্রতিবাদ জানাতে হবে। সব বন্ধ মিডিয়া খুলে দিতে হবে, নইলে মিডিয়ার স্বাধীনতা থাকবে না।
ডিইউজে’র যুগ্ম সাধারণ সম্পাদক ইরফানুল হক নাহিদের পরিচালনায় আলোচনা সভায় বিএফইউজে’র সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজে’র সহ-সভাপতি মোদাব্বের হোসেন, প্রচার সম্পাদক আহমেদ মতিউর রহমান, ডিইউজে’র সহ-সভাপতি বাছির জামাল ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সভায় বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status