দেশ বিদেশ

রোহিঙ্গাদের ওপর ঢাকায় চিত্র প্রদর্শনী

কূটনৈতিক রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ওপর সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী চলছে ঢাকায়। বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে মোমবাতি জ্বালিয়ে চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আর্ট ফর হিউম্যানেটি: দ্য ফ্লাইট অ্যান্ড রিসাইলেন্স অফ দ্য রোহিঙ্গা’ শীর্ষক চিত্র প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়া উদ্দিন তারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল আলভি, কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভির সরওয়ার এবং ইউএনএইচসিআর বাংলাদেশের উপ-প্রতিনিধি পাপা কিসমা সিল্লা। প্রদর্শনী গ্যালারি ৫-এ আগামী ২৮শে জুন পর্যন্ত এ চিত্র প্রদর্শনী চলবে। রোহিঙ্গা উদ্বাস্তু শিশুদের আঁকা ছবিও এতে প্রদর্শিত হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status