দেশ বিদেশ

আন্তর্জাতিক যোগ দিবস

১০০০০ মানুষের অংশগ্রহণে ঢাকায় বর্ণাঢ্য উদযাপন

কূটনৈতিক রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস। বৃহস্পতিবার সকালে নীল ও কমলা টি-শার্ট পরে প্রাচীন ভারতীয় যোগ অনুশীলনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের ১০ হাজারের বেশি মানুষ। বাংলাদেশে যোগ ব্যায়ামের এত বড় আয়োজন এটিই প্রথম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মানিত অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, আফগানিস্তান, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, ভ্যাটিকানের কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ সংস্থার প্রতিনিধি, সংস্কৃতি, ক্রীড়া এবং মিডিয়া জগতের অনেক তারকা, জাতীয় খেলোয়াড়, গায়ক ও নৃত্যশিল্পীরা যোগ ব্যায়ামে অংশ নেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ভিডিও বার্তার মাধ্যমে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের। দিবসটি উপলক্ষে বার্তা পাঠান প্রেসিডেন্ট আবদুল হামিদ। বিভিন্ন ক্রীড়া সংস্থা, যোগ সংস্থা, ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বুদ্ধি প্রতিবন্ধী শিশু এবং বাংলাদেশ স্কাউটস আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করে।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) ভারতীয় সংস্কৃতি বিষয়ক শিক্ষক মাম্পি দে সাধারণ যোগ নিয়মাবলী পরিচালনা করেন। আইজিসিসি ও ঢাকার বিভিন্ন যোগ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাসন প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষে একটি লাকি ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে একটি টাটা টিয়াগো গাড়ি, একটি বাজাজ মোটরসাইকেল, ভারতে ভ্রমণ প্যাকেজ, দুজনের দিল্লি ট্রিপ এবং ঢাকায় পাঁচ তারকা হোটেলে দুজনে থাকার সুযোগ লাভ করেন। প্রথম পুরস্কার টাটা টিয়াগো গাড়ি বিজয়ী হন মো. খায়রুল হাসান খান। রাজশাহী ও চট্টগ্রামের সহকারী হাইকমিশনের উদ্যোগেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন যোগ সংস্থা ও প্রতিষ্ঠান আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করার জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করে বলে জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status