দেশ বিদেশ

ডিসেম্বরের মধ্যে পোশাক কারখানার সংস্কার না হলে বন্ধ: শ্রম প্রতিমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৯:১৫ পূর্বাহ্ন

শ্রমিকদের নিরাপত্তার জন্য পোশাক কারখানার সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, কাজগুলো ডিসেম্বরের মধ্যে শেষ করেন। নতুবা আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। গতকাল বিজিএমইএ ভবনে আয়োজিত ‘গার্মেন্টস শিল্পের সংস্কার প্রক্রিয়ায় জাতীয় উদ্যোগ’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় শ্রমসচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) মহাপরিদর্শক মো. সামছুজ্জামান ভূঁইয়া, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা যেহেতু করতে হবে শিডিউল অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজ শেষ করেন। আমরা রূঢ় আচরণ করতে চাই না। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ না হলে জানুয়ারি থেকে আমরা ফ্যাক্টরি বন্ধ করার সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অনেকে কারখানার প্রতি রূঢ় আচরণ করেছে। তেমন রূঢ় আচরণ আমরা করতে চাই না। আপনাদের কষ্ট হবে। আপনারা হয়তো আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু ব্যবসা করতে হলে কাজ শেষ করতে হবে। আগামী জানুয়ারি থেকে কঠিন সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কারখানা মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের এখনও নিজস্ব ভবন নেই, তারা তিন থেকে ছয় মাসের মধ্যে নিজস্ব ভবনে চলে যাবেন। আমরা কিভাবে বুঝবো আপনারা সরকারের শর্ত পূরণ করেছেন। এজন্য যে ২৬টি ফার্ম আছে তাদের দিয়ে অডিট করাবেন। তারা সার্টিফিকেট দিলে আমরা ভেবে নেবো আপনারা শর্ত পূরণ করেছেন। তবে ফার্মের কেউ যদি অনৈতিক কোনো শর্ত দেয়, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো। এ সময় পোশাক কারখানার মালিকরা সংস্কার কাজ চালিয়ে যেতে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব সমস্যা দূর করার আশ্বাস দিয়ে বেশ কয়েকটি কারখানাকে তিন থেকে ছয় মাস সময় বেঁধে দেন। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সদস্য কারখানাগুলোর ত্রুটি সংস্কারকাজে ভালো অগ্রগতি থাকলেও এনটিএপির অধীনে থাকা কারখানাগুলো বেশ পিছিয়ে আছে। গত আড়াই বছরে মাত্র ৭টি পোশাক কারখানা সব ধরনের ত্রুটি সংস্কারকাজ শেষ করেছে। ৩১ থেকে ৯৯ শতাংশ সংস্কারকাজ করেছে ৩৮৫ কারখানা। ২১ থেকে ৩০ শতাংশ সংস্কারকাজ সম্পন্ন হয়েছে ৬৫ কারখানার। আর ১৯২ কারখানার অগ্রগতি মাত্র ১ থেকে ২০ শতাংশ। তবে ১৬৫ কারখানা কোনো কাজই করেনি। অন্যদিকে, অ্যাকর্ডের সদস্য কারখানার ত্রুটি সংস্কারকাজ প্রায় ৮৫ শতাংশ শেষ। অ্যালায়েন্সের ত্রুটি সংস্কারকাজ শেষ হয়েছে প্রায় ৮৯ শতাংশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status