বিনোদন

‘কৃষকের ঈদ আনন্দ’ আবার আজ

স্টাফ রিপোর্টার

২২ জুন ২০১৮, শুক্রবার, ৮:৩৯ পূর্বাহ্ন

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ঈদে টেলিভিশনের অন্যতম সেরা বিনোদনমূলক অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ ঈদের পরদিন প্রচার হয়েছে চ্যানেল আইতে। অগণিত দর্শকের বিশেষ অনুরোধে অনুষ্ঠানটি আজ আবার প্রচার হবে সকাল ১০টা ১৫ মিনিটে। এবার ‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ করা হয় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুঁটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চলনবিল এলাকার কৃষি বৈচিত্র্য, লোকজ সংস্কৃতি, খেলা, গ্রামীণ জীবনের নানান গল্পে সমৃদ্ধ এই অনুষ্ঠানটি এবারো দর্শকপ্রিয় হয়েছে। এবারের অনুষ্ঠানে বেহুলা-লখিন্দরের গল্প, সিরাজগঞ্জের তাড়াশ জনপদের ইতিবৃত্ত, বিনসাড়া গ্রামের গা-হিম করা কল্প-কাহিনী, দেশ-বিদেশের প্রতিবেদন ছাড়াও ছিল বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বউয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায়, দৌড়ে ধরি তিনজনায় নামের বিচিত্র সব জমজমাট খেলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status