অনলাইন

চট্টগ্রাম জেলা পুলিশের ৩২ সদস্য পুরস্কৃত

চট্টগ্রাম প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৮:১২ পূর্বাহ্ন

রাষ্ট্রীয় দায়িত্ব কৃতিত্বের সাথে পালনের কারণে চট্টগ্রাম জেলা পুলিশের ৩২ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। আজ বৃহ¯পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও বই তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।

তিনি জানান, আইনশৃংখলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখা, অস্ত্র, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার ও ভাল কাজের জন্য এসব পুরস্কার দেওয়া হয়। পুলিশ সদস্যদের কাজের গতি বাড়ানোর পাশাপাশি ভাল কাজে উৎসাহিত করতে প্রতিমাসে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। মে মাসে নিজ নিজ এলাকায় অপরাধ দমনসহ ভালো কাজের জন্য ৩২ জন পুরস্কার পেয়েছেন। পুরস্কার প্রাপ্তদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার থেকে কনস্টেবল পদবীর পুলিশ সদস্যরাও রয়েছেন।

এছাড়া দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া কনস্টেবল বেলায়েত হোসাইনের স্ত্রী আফরোজা বেগমকে এ সময় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা। এ সময় তার পরিবারের সদস্যদের খোঁজখবরও নেয়া হয়।
এছাড়া ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও মৃতের স্ত্রীকে আর্থিক সহায়তা দেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. নজরুল ইসলাম। অন্যদিকে অনুপ বিশ্বাস সিজেকেএস প্রথম বিভাগ ফুটবল লীগ ২০১৮-এ চ্যা¤িপয়ন হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ ফুটবল দল প্রিমিয়ার বিভাগে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় পুলিশ সুপার নুরেআলম মিনা ফুটবল দল ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভূঞা, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার ওসি ও বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status