বাংলাদেশ কর্নার

বিশ্বকাপে শীর্ষ পাঁচ গোলদাতা

বিশ্বকাপ ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৬:১৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ মঞ্চে গোল দেয়া যেন সব ফুটবলারেরই একটা স্বপ্ন। এই স্বপ্ন নিয়েই সবার প্রতীক্ষা। গোটা চার বছর বিশ্বব্যাপি ফুটবলাররা অপেক্ষায় থাকেন বিশ্বমঞ্চে গোল দেয়ার। কেউ কেউ এ স্বপ্ন পূরণও করেন। বিশ্ব আসরে সর্বাধিক গোল করে শীর্ষে স্থান করে নিয়েছেন জার্মান স্ট্রাইকার ক্লোসা। এবার জেনে নেয়া যাক বিশ্বকাপে শীর্ষ পাঁচ গোলদাতার নাম। যদিও শীর্ষ পাঁচে নেই ফুটবলের বরপুত্র ম্যারাডোনা। আর্জেন্টাইন কাপজয়ী এই অধিনায়কের আছে ৮ গোল, যা তাকে নিয়ে গেছে তালিকার ২৩ নম্বরে।

মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)
গ্রেটেস্ট শো অন আর্থে সর্বাধিক গোল করে এগিয়ে রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। তার নামের পাশে শোভা পাচ্ছে সর্বাধিক ১৬ গোল। ক্লোসা রেকর্ডবুকে নাম লেখাতে খেলেন ২৪ ম্যাচ। এই জার্মান তুর্কি খেলেছেন ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ। ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে বিশ্বসেরা হয় জার্মানরা। এই বিশ্বকাপে ২টি গোল করেন জার্মান জার্সিতে ১৩৭ ম্যাচে ৭১ গোল করা ক্লোসা।

রোনাল্ডো (১৫ গোল)
এই অবস্থানের দ্বিতীয় তালিকায় রয়েছেন ব্রাজিলের তারকা রোনাল্ডোর নাম। রোনাল্ডো লুই নাজারিও দে লিমা ১৯ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল। তিনি খেলেছেন তিনটি (১৯৯৮, ২০০২ ও ২০০৬) বিশ্বকাপ আসর। তার খেলা বিশ্বকাপের ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপে বিশ্বসেরা হয় তার দল। এবং ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে ফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে যায় সেলেসাওরা। ২০০২ বিশ্বকাপে সর্বাধিক ৮ গোল করে হন গোল্ডেন বুট উইনার।

জের্ড মুলার (১৪ গোল)
বিশ্বকাপে ১৪ বার জালে বল জড়িয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পশ্চিম জার্মানির জের্ড মুলারের নাম। মুলার খেলেছেন মেক্সিকো বিশ্বকাপ ১৯৭০ ও ঘরের মাঠের বিশ্বকাপ ১৯৭৪ এ। বিশ্ব আসরে খেলা ১৩ ম্যাচে করেছেন ১৪ গোল। ১৯৭৪ পশ্চিম জার্মানি বিশ্বকাপে বিশ্বসেরা হয়েছিল স্বাগতিকরাই।

 
জুস্ত ফঁতেইন (১৩ গোল)
ফ্রান্সের জার্সিতে মাত্র ২১ ম্যাচে করেছেন ৩০ গোল। আবার তিনি বিশ্বকাপে খেলেছেন মাত্র একবার ১৯৫৮’র সুইডেন বিশ্বকাপে। এই বিশ্বকাপে খেলা ৬ ম্যাচে করেছেন ১৩ গোল। এই গোল ম্যাশিন রয়েছেন তালিকার চতুর্থ অবস্থানে।



পেলে (১২ গোল)

ফুটবলের বরপূত্র পেলে খেলেছেন চারটি বিশ্বকাপ। এই চার বিশ্বকাপে ব্রাজিল বিশ্বসেরা হয়েছে তিনবার। বিশ্বকাপের ষষ্ঠ আসর বসে সুইডেনে ১৯৫৮ সালে। সেবারই প্রথম বিশ্বসেরা হয় সেলেসাওরা। পরপর দুবার বিশ্বসেরা হবার রেকর্ড আছে শুধুই ব্রাজিলদের। ১৯৬২’র বিশ্বকাপটাও নিয়ে যায় তারা। ১৯৬৬'র বিশ্বকাপে বাদ পড়েন গ্রুপ পর্ব থেকেই। আবারো মেক্সিকো বিশ্বকাপ ১৯৭০ ঘরে তোলে ব্রাজিল। এই চার বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে পেলে করেন ১২ গোল এবং স্থান করে নেন তালিকার পঞ্চমে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status