প্রথম পাতা

অক্টোবরে গঠিত হতে পারে নির্বাচনকালীন সরকার

স্টাফ রিপোর্টার

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার চলতি বছরের অক্টোবরেই গঠিত হতে পারে। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের  আকার ছোট হবে। তবে, বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে। তবে নির্বাচনকালীন সরকারের আকার এত ঢাউস হবে না। মন্ত্রিপরিষদের আকার ছোট হবে।

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন একতরফা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও সে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে কেন সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে। কুমিল্লায় জিতেছে, খুলনায় অংশ নিয়েছে, গাজীপুরে অংশ নিচ্ছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরিশাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী দেবে। এ সমস্ত নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে তবে, জাতীয় নির্বাচনে অংশ নিতে কোথায় তাদের ভয়- সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়। তিনি বলেন, জাতীয় নির্বাচনে তো সরকারের কোনো প্রভাবই থাকবে না। তারপরেও নির্বাচনে অংশ নিতে তাদের কেন সংশয় সেটা তারাই বলতে পারবে।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। এ হিসেবে নির্বাচন করতে হবে ৩০শে অক্টোবর থেকে ২৮শে জানুয়ারির মধ্যে। আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বললেও বিএনপিসহ বিরোধী দলগুলো নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে আসছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status