খেলা

ফিরে আসার মঞ্চে আত্মবিশ্বাসী তুষার

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন

১১ বছর আগে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তুষার ইমরান। বয়স তখন ২৩, এরপর  কেটে গেল ১১ বছর। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা। রেকর্ডের পর রেকর্ড গড়েও তিনি নির্বাচকদের মন ভরাতে পারেননি। জাতীয় দলতো দূরের  বিষয় ‘এ’ দলেও তাকে জায়গা দিতে চাননি তারা। তবে হাল ছাড়েননি তুষার। অবশেষে সেই অপেক্ষার পুরস্কার খানিকটা পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করা বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান ডাক পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন তুষার। দলে আছেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যান সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও তরুণ অফ স্পিনার নাঈম হাসানও। ‘এ’ দলে ডাক পাওয়াকে তুষার দেখছেন ফিরে আসার মঞ্চ হিসেবে। এ মঞ্চে নিজে আরো একবার প্রমাণ করে জাতীয় দলে ফিরে আসার রাস্তা তৈরি করতেও বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি মনে করি ‘এ’ দলে খেলা আমার জন্য ফিরে আসার মঞ্চ। এখানে যদি আমি পারফরম্যান্স করে যেতে পারি তাহলে জাতীয় দলে ফিরতে পারবো ইন্‌শাআল্লাহ।’
ঘরোয়া ক্রিকেটের পারফরমার ও সম্ভাবনাময় তরুণ, এই দুইয়ের সমন্বয় রাখা হয়েছে ‘এ’ দল স্কোয়াডে। ওপেনার মিজানুর রহমান যেমন পেয়েছেন পারফরম্যান্সের পুরস্কার। এবার জাতীয় লীগে ৫ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৮২ গড়ে ৪৯২ রান করেছেন রাজশাহীর এই ওপেনার। মিজানুরের সঙ্গে আছেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঢাকা প্রিমিয়ার লীগে ১১ ম্যাচে করেছেন ৪৬২ রান, বিসিএলে ৬ ম্যাচে ৫০০ রান। সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, সম্ভাবনা আর পারফরম্যান্স- দুটিই আছে যার পক্ষে। এবার ঢাকা প্রিমিয়ার লীগ ও বিসিএলে প্রথম খেলতে নেমেই দারুণ নজর কাড়া ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছেন দলে। আছেন একদমই আনকোরা রিশাদ আহমেদ, সম্প্রতি যিনি সুযোগ পেয়েছেন হাই পারফরম্যান্সের স্পিন স্কোয়াডে। এমন একটি তরুণ দলে নিজের জায়গা করে নেয়া তুষারের জন্য যে চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। তবে তুষার জানালেন বয়স এখন আর কোনো বাধা হতে পারে না। তিনি বলেন, যারা পারফরম্যান্স করবে তারাই সুযোগ পাবে। আমার কাজ হচ্ছে সুযোগ পেলে রান করা। সেই সঙ্গে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন কিছু করতে চাই যেন সেটি দলের উপকারেই আসে। আমি আত্মবিশ্বাসী নিজের পারফরম্যান্স দিয়ে দলের জন্য কিছু করতে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status