খেলা

ওয়ানডেতে রানের রেকর্ড ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:১১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ইতিহাস গড়লো ইংল্যান্ড। মঙ্গলবার নটিংহ্যামে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৮১ রান করে ইংলিশরা। যা ওয়ানডে ক্রিকেটে যেকোনো দলের সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ানডেতে আগের সর্বোচ্চ রানের কীর্তিটিও ছিল তাদের। ২০১৬তে পাকিস্তানের বিপক্ষে এই মাঠেই ৩ উইকেটে ৪৪৪ রান করেছিল ইংলিশরা। ক্রিকেট বিশ্ব ওয়ানডেতে চারশ’ রানের উপরে স্কোর দেখলো এ নিয়ে ১৯ বার। ৪৮২ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ২৩৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এর ফলে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ তে সিরিজ জিতে নিলো ইংল্যান্ড। এর আগে টস হেরে জেসন রয় ও জনি বেয়ারেস্টো উদ্বোধনী জুটিতে ১৯.৩ ওভারে ১৫৯ রান যোগ করেন। জেসন রয় ৮২ রান করে রান আউট হন। বেয়ারস্টো ১৩৯ রানের ইনিংস খেলেন। ৯২ বলের ইনিংসে ১৫টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। দলের পক্ষে ৯২ বলে সর্বোচ্চ ১৪৭ রান করেন আলেক্স হেলস। তিনি ৫টি ছক্কার সঙ্গে হাঁকান ১৬টি চার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status