খেলা

৫ বছরে টাইগারদের ‘বিদেশ’ চ্যালেঞ্জ

স্পোর্টস রিপোর্টার

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:১০ পূর্বাহ্ন

বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দলের দুর্বলতা সবারই জানা। কারণ খুব বেশি দেশের বাইরে খেলাই হয়না টাইগারদের। তবে আগামী পাঁচবছর টাইগারদের সেই অপেক্ষা অকেটাই দূর হবে। শুধু তাই নয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র ঘোষিত ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুসারে বিদেশের মাটিতে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে টাইগারদের জন্য। গতকাল ২০১৮ জুলাই থেকে ২০২৩ পর্যন্ত সফরসূচি ঘোষণা করেছে আইসিসি। বিদেশের মাটিতে চ্যালেঞ্জের কারণ এই এ সময়ে বাংলাদেশ দল টেস্ট খেলবে ৪৫টি যার ২৪টি টেস্টই বিদেশের মাঠে ও ২১টি দেশে। ওয়ানডে খেলবে অন্তত ৭২টি, দেশের বাইরে ৪৫, ঘরের মাঠে ২৭টি। টি-টোয়েন্টি পাবে ৫৮টি। এর মধ্যে ৩৪টি বিদেশের মাটিতে, ২৪টি দেশে। দ্বিপক্ষীয়-ত্রিদেশীয় সিরিজের সঙ্গে বাংলাদেশের সুযোগ থাকছে এশিয়া কাপ, বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টেও খেলার। প্রায় ১৬৭ টি ম্যাচ ও ৭টি বড় টুর্নামেন্ট খেলারও সুযোগ থাকছে টাইগারদের। এই টুর্নামেন্টের প্রায় সবগুলোই খেলতে হবে দেশের বাইরে। এর মধ্যে এ বছর দুবাইয়ে এশিয়া কাপ দিয়ে শুরু। এরপর ২০১৯ এ ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২০ এ অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্যতম। এ পাঁচ বছরের অর্ধেকের বেশি ম্যাচই বিদেশের মাটিতে খেলতে হবে কঠিন চ্যালেঞ্জ নিয়ে। বিশেষ করে ২০১৯ সালে বাংলাদেশের একের পর এক বিদেশ সফর। এফটিপিতে যে আটটি সফরের কথা বলা হয়েছে, পাঁচটিই বিদেশের মাটিতে। এর মধ্যে আছে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপও। আগামী বছরের নভেম্বরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২টি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ। সঙ্গে ৩টি টি-টোয়েন্টিও খেলবে তারা। ২০২০ সালেও বাংলাদেশকে বেশির ভাগ সিরিজ খেলতে হবে বিদেশের মাটিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে আছে এশিয়া কাপও। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে কি না, বলা কঠিন। যদি কঠিন কাজটা সফল করতেই পারে, তবে সেটি খেলার সুযোগ থাকছে ২০২১ সালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status